ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষা শুরুর জন্য শিক্ষার্থীদের কর্মসূচির মুখে রুটিন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২২ ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষা শুরুর জন্য শিক্ষার্থীদের কর্মসূচির মুখে রুটিন ঘোষণা

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালে স্থগিত পরীক্ষা শুরুর জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাঁদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে দুপুরে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা এবং অন্যান্য পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিশ্রতি দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের আন্দোলন চলে।

শিক্ষার্থীরা জানান, করোনা মহামারির কারণে দ্বিতীয় বর্ষে তিন বছর, তৃতীয় বর্ষে তিন বছর এবং চতুর্থ বর্ষে দুই বছর ধরে বসে রয়েছেন, কোনো পরীক্ষা হচ্ছে না। অথচ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা গ্রহণ থেমে নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা সাত কলেজও বন্ধ থাকা পরীক্ষা নেওয়ার রুটিন দিয়েছে।

এভাবে তাঁরা একই ক্লাসে বছরের পর বছর বসে থাকলে তাঁদের চাকরির বয়স থাকবে না। এর আগে দ্বিতীয় বর্ষ ও ততৃীয় বর্ষের (সম্মান) পরীক্ষার তারিখ ২৯ জানুয়ারি ও আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের ঘোষণা করা হলেও রুটিন প্রকাশ করা হয়নি। সম্প্রতি করোনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে আবার শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান।

আন্দোলনরত টঙ্গী সরকারি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ (সম্মান) বর্ষের শিক্ষার্থী সজল হোসেন বলেন, ‘আমাদের চতুর্থ বর্ষের সিংহভাগ পরীক্ষা হলেও কারও দুটি, কারও তিনটি পরীক্ষা আটকে গেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের এসব পরীক্ষা গ্রহণসহ বন্ধ থাকা সব পরীক্ষার রুটিন তথা তারিখ প্রদানের দাবি করছি।’ একই কথা জানায়, ওই কলেজের চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আহম্মেদি নেজাত।

শিক্ষার্থীদের ওই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আক্তারুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ৭ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের এবং পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের রুটিন দেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মশিউর রহমান বলেন, করোনায় বড় কোনো সমস্যা না হলে ৬ ফেব্রুয়ারির পর ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্থগিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চতুর্থ বর্ষের পরীর্ক্ষীরা যাতে সামনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেন, সে ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

জাবির স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি আজ দুপুরে ঘোষণা করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেওয়া হয়েছে। সম্প্রতি করোনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ১ মাস

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ জানুয়ারি, ২০২২ ১০:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    ৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ১ মাস

    ৪৪তম বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ কথা জানান। এ বিসিএসে আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।

    আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে। ৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন।

    মো. সোহরাব হোসাইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির মাধ্যমে আবেদনের সময় বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যাঁরা অ্যাপেয়ার্ড পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই বিসিএসে আবেদন করতে পারবেন।

    ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ জানুয়ারি, ২০২২ ১০:৪২
      নিজস্ব প্রতিবেদক
      ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

      ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত ২৮ শিক্ষার্থী। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার পর তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান অধ্যাপক ড. জাফর ইকবাল। এসময় তার সঙ্গে স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগের দাবিতে মোট ২৮ শিক্ষার্থী অনশন করছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন ২০ অনশনকারী।

      সকাল ১০টার দিকে হাসপাতাল ভর্তি ২০ শিক্ষার্থীকে অনশনস্থল ভিসির বাসার সামনে আনা হয়। সেখানেই অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে ভোর ৪টায় ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

      ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

      ১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায়ে সময় চাওয়ায় আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ ও পুলিশের অ্যাকশনের পর সেই আন্দোলন ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দাবি আদায়ে অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। একজনের বাবা অসুস্থ হওয়ায় তিনি অনশন ভেঙে বাড়ি যান। পরে আরও পাঁচ শিক্ষার্থী অনশনকারীদের সাথে যোগ দেন। এদিকে দফায় দফায় আলোচনা করেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বারবার আশ্বাসেও মন গলেনি শিক্ষার্থীদের।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ জানুয়ারি, ২০২২ ১৩:৩৭
        নিজস্ব প্রতিবেদক
        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

        মহামারি করোনার সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পর নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

        সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

        এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের আওতাধীন যেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা এখনও সম্পন্ন হয়নি উক্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে বন্ধ থাকবে।

        এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          দুর্নীতির ধারণা সূচকে ১৪৭তম স্থানে বাংলাদেশ: টিআইবি

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ জানুয়ারি, ২০২২ ১৩:২১
          নিজস্ব প্রতিবেদক
          দুর্নীতির ধারণা সূচকে ১৪৭তম স্থানে বাংলাদেশ: টিআইবি

          বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ প্রকাশ করা হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৪৭তম।

          মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

          তিনি জানান, ভালো অবস্থানে থাকা বা ওপরের দিক থেকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম স্থানে রয়েছে। আর নিচের দিক থেকে আছে ১৩তম স্থানে। বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৬। গত চার বছর ধরে একই স্কোর পেয়ে আসছে বাংলাদেশ।

          ইফতেখারুজ্জামান জানান, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৭ম স্থানে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। আর সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

          টিআইবি’র নির্বাহী পরিচালক জানান, পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।

          তিনি বলেন, ‘দুর্নীতির ধারণা সূচকের গবেষণায় পৃথিবীর কোনও দেশই ১০০-তে ১০০ স্কোর পায়নি। অর্থাৎ কম-বেশি পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত