ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

কমল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৪ ১৬:২৪
নিজস্ব প্রতিবেদক
কমল এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট: চলতি নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা করে কমিয়ে ভোক্তাপর্যায়ে গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৪৫৫ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

গত ৪ আগস্ট ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া গত এপ্রিলেও প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৪০ টাকা। প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডার ওই মাসে বিক্রি হয়েছিল ১ হাজার ৪৪২ টাকায়। এর আগে টানা ৮ মাস বাড়ানো হয়েছিল এলপিজির দাম।

সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আজ জানানো হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

    নিজস্ব প্রতিবেদক
    ৫ নভেম্বর, ২০২৪ ১৬:৬
    নিজস্ব প্রতিবেদক
    আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

    ডেস্ক রিপোর্ট: তথ্য অধিদপ্তর (পিআইডি) আরও ৩০ সাংবাদিক ও ব্যক্তির অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। রোববার (০৩ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে বিষয়টি আজই (০৫ নভেম্বর) জানা গেছে।

    পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

    যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন- টিভি টুডের মঞ্জুরুল আহসান বুলবুল, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, নিউজ২৪ এর রাহুল রাহা, এটিএন নিউজের নুরুল আমিন প্রভাষ, দৈনিক ডেসটিনির সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের আবেদ খান, নিউজ২৪ এর জয়দেব চন্দ্র দাস, নাগরিক টিভির দীপ আজাদ, এটিএন বাংলার জ.ই. মামুন, বাসসের মো. ওমর ফারুক, চ্যানেল আইয়ের হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক কালের কণ্ঠের হায়দার আলী, দৈনিক আমাদের অর্থনীতির মাসুদা ভাট্টি, দৈনিক পূর্বকোণের কুদ্দুস আফ্রাদ, বৈশাখী টিভির সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের নাজনীন নাহার মুন্নী, ফ্রিল্যান্সার নাদিম কাদির, বাসসের মধুসূদন মন্ডল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আশিষ ঘোষ সৈকত, দৈনিক বাংলার জাফরউল্লাহ শরাফত, দৈনিক আনন্দবাজারের কিশোর কুমার সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের রফিকুল ইসলাম রতন, মাইটিভির নাসির উদ্দিন, আরটিভির আশিকুর রহমান, একুশে টিভির অখিল কুমার পোদ্দার, গাজী টিভির অঞ্জন রায়, আরটিভির সিইও আশিকুর রহমান, দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন।

    এর আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সরকারি কর্মচারীদের জন্য ৯ দফা নির্দেশনা

      নিজস্ব প্রতিবেদক
      ৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪৯
      নিজস্ব প্রতিবেদক
      সরকারি কর্মচারীদের জন্য ৯ দফা নির্দেশনা

      ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিয়েছে সরকার। সব সচিবদের কাছে ৯ দফা নির্দেশনা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এমন সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

      জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলস উর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনা সচিবদের কাছে পৌঁছেছে।

      নির্দেশনার মধ্যে রয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট বিবেচনায় সরকারি কর্মচারীদের অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে। সম্প্রতি মাঠ পর্যায়ের কিছু অফিসের কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অনভিপ্রেত বলে জানানো হয়েছে চিঠিতে। এসব সমস্যা এড়িয়ে চলতেই মূলত নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

      নির্দেশনার মধ্যে রয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে, অনুষ্ঠানের পেছনে কারা আছে। এসব বিষয়ে পরিষ্কার ধারণা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সরকার কর্তৃক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে সকল দিবস বাতিল ঘোষণা করা হয়েছে, সে সকল দিবস যাতে পালিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিতর্ক এড়াতে অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবর্গ সম্পর্কেও তথ্য সংগ্রহ করা, কোনো বিতর্কিত ব্যক্তি অনুষ্ঠানের অতিথি তালিকায় থাকলে উক্ত অনুষ্ঠান পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

      অনুষ্ঠানের আমন্ত্রণপত্র/ব্যানার/লিফলেট/পতাকা/অন্যান্য যেকোনো ছাপানো কাগজের বর্ণনা, লোগো বা স্লোগান ইত্যাদি বিষয়ে কোনো আপত্তিকর/ বিতর্ক সৃষ্টিকারী কোনো উপাদান রয়েছে কিনা, তা পরীক্ষা করতে বলা হয়েছে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য প্রদানের পরামর্শ দিয়েছে সরকার। এ সময় কোনো প্রকার স্লোগান, ধ্বনি এড়িয়ে চলতে বলা হয়েছে। যেকোনো প্রকারের গুজব থেকে নিজে এবং নিজ অধিক্ষেত্রের সকল সহকর্মীকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাদকে আনার চেষ্টা হলে ঠেকানোর ঘোষণা

        নিজস্ব প্রতিবেদক
        ৫ নভেম্বর, ২০২৪ ১৫:১৯
        নিজস্ব প্রতিবেদক
        সাদকে আনার চেষ্টা হলে ঠেকানোর ঘোষণা

        ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা সাদ কান্ধলভীর আগমনকে কেন্দ্র করে তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগ মাওলানা সাদকে ইজতেমায় আসতে দিতে চান না। আরেক ভাগ তাকে আনতে চান। বিশ্ব ইজতেমায় যেকোনো মূল্যে তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা সাদকে উপস্থিত করার দাবি জানিয়েছেন তার অনুসারীরা। একইসঙ্গে এবার প্রথম পর্বে ইজতেমা করার দাবিও জানিয়েছেন তারা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইজতেমার তারিখ নির্ধারণের সভায় উপস্থিত হয়ে এ দাবি জানান তারা।

        সাদপন্থিদের দাবির পর মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের বিরুদ্ধে ইসলামি মহাসম্মেলন ডাকা হয়। মহাসম্মেলনের উদ্যোগতারা হুঁশিয়ারি দেন, তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে আসতে দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে।

        আলেম-উলামারা অভিযোগ করে বলেন, সাদপন্থিরা হচ্ছে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ চলে গেলেও তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে। যদি মাওলানা সাদকে দেশে এনে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান মানুষ সেটা মেনে নেবে না।

        বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।

        তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে, ছাত্রজনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাতবরণ করেছেন। আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি। আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।

        বিশিষ্ট এই ইসলামি ব্যক্তিত্ব আরও বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আজকের সম্মেলন থেকে ওলামায় কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, সরকারকে সেই নির্দেশনা মানতে হবে। এর বাইরে কারও সিদ্ধান্ত তৌহিদী জনতা মেনে নেবে না।

        এ সময় মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলব- কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে।

        তিনি আরও বলেন, আমরা সরকারকে সহযোগিতা করব। সরকারকেও আলেমদের সহযোগিতা করতে হবে। নয়তো পূর্ববর্তী সরকারের মতোই তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বেয়াদবকে বাংলাদেশে আসতে দেয়, তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে।

        দেশ বরেণ্য আলেম মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেন, সাদ স্বঘোষিত তাবলিগের আমির বলে ঘোষণা দেয়। কুরআন হাদিস, আলেম-উলামা, আল্লাহর অলি, নবী ও স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুফরি বক্তব্য দিতে থাকে৷ তাই সারা বিশ্বে তাবলিগের মূলধারা তাকে অবাঞ্চিত ঘোষণা করে। সাদের অনুসারীরা হচ্ছে কাদিয়ানি গ্রুপ। তারা ইসলামের মূলধারায় বিভক্তি সৃষ্টি করছে। তাবলিগের নামে কাদিয়ানিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানিরা বাংলাদেশে অবাঞ্চিত।

        নরসিংদীর জামিয়া কোরআনিয়া বৌয়াকুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল নুরপুরী বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করল- সাদ অনুসারীরা বাতিল, গোমরাহ। আমরা চাই, তিনি যেন বাংলার জমিনে পা রাখতে না পারে। তারা যেখানেই যায় সেখানেই রক্ত ক্ষয় হয়।

        জামেয়া হোসাইনিয়া মিরপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, মাওলানা সাদ এমন কিছু বক্তব্য দিচ্ছেন যা একজন ইসলাম প্রচারকের বৈশিষ্ট্য হতে পারে না। তিনি নবীদের সমালোচনা করেছেন, সাহাবা ও দ্বীন ও ইসলাম সম্পর্কে সমালোচনা করেছেন। যে ব্যক্তি এমন কথা বলেন তিনি তাবলিগের আমির হওয়ার যোগ্যতা রাখেন না। তাকে আনার কোনো ষড়যন্ত্র যদি চলে তাহলে তিনি যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়ে লংমার্চ চলবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করল অন্তবর্তী সরকার

          নিজস্ব প্রতিবেদক
          ৫ নভেম্বর, ২০২৪ ১৩:৫৪
          নিজস্ব প্রতিবেদক
          নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করল অন্তবর্তী সরকার

          ডেস্ক রিপোর্ট: নতুন করে ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশনের চেয়ারপারসন হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

          সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

          এতে বলা হয়, সরকার ‌‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের এ কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

          কমিশনের কার্যপরিধিতে বলা হয়, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় অর্থনৈতিক পরিষদ থেকে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) খসড়া চূড়ান্ত করা। জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদকরণের নির্দেশনা দেওয়া। জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলি পর্যালোচনা এবং জাতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়াবলি সম্পর্কে আন্ত মন্ত্রণালয় মতপার্থক্য দূর করা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত