ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে চাকরি, বেতন দুই লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৪
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে চাকরি, বেতন দুই লাখের বেশি

বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জেনারেশন–সংশ্লিষ্ট প্রকল্পে সিনিয়র ম্যানেজারিয়াল পজিশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিপিপি ও পিজিপিপি প্রজেক্ট প্রস্তুতে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বয়স: ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সর্বোচ্চ ৬০ বছর। বিশেষ অভজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বেতন: মাসিক বেতন ২,৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) সুযোগ-সুবিধা: পরিবহনসুবিধা, বছরে ২০ দিন ছুটি ও ভ্রমণ ভাতার সুবিধা আছে।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২ অক্টোবর ২০২২

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকরি, শিক্ষানবিশকালেই পাবেন ৭০০০০

    নিজস্ব প্রতিবেদক
    ২০ সেপ্টেম্বর, ২০২২ ২০:০
    নিজস্ব প্রতিবেদক
    সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকরি, শিক্ষানবিশকালেই পাবেন ৭০০০০

    আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম: সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিতে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মূল বেতন: ১,০৫,০০০ হাজার টাকা। পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে সাব–ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন: ৯১,০০০ হাজার টাকা।

    পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদের সংখ্যা : সংখ্যা: ১৫। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

    পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ১২। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

    পদের নাম: ট্রেইনি সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

    পদের নাম: ট্রেইনি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

    বেতন ও সুযোগ-সুবিধা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) ও সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। চাকরি স্থায়ী হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৫২,০০০ টাকা ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৪০,০০০ টাকা। এর সঙ্গে বাসাভাড়া, ছুটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট দেওয়া হবে।

    আবেদন যেভাবে : আবেদন করা অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

    আবেদন ফি : ১০০০ টাকা।

    আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

    নিয়োগ বিজ্ঞপ্তিটি দিখতে ক্লিক করুন এখানে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দুপুরের খাবার ও পরিবহন সুবিধাসহ চাকরি, বেতন ৫০০০০

      নিজস্ব প্রতিবেদক
      ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২২
      নিজস্ব প্রতিবেদক
      দুপুরের খাবার ও পরিবহন সুবিধাসহ চাকরি, বেতন ৫০০০০

      রেনেটা লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি তাদের ডাটা সায়েন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে।

      পদের নাম : সফটওয়্যার ডেভেলপার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতক পাস থাকতে হবে। বেসিক মেশিন লার্নিং, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল৫/সিএসএস৩/ এসকিউএল সার্ভারার, রেস্ট এপিআই ও অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

      পদটিতে আবেদন করার জন্য ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

      আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে অনলাইনে। সিভি পাঠানোর ঠিকানা : data.science@renata-ltd.com।

      বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৫০০০-৫০০০০ টাকা। এছাড়াও উৎসব ভাতা, গ্র্যাচুয়েটি, জীবন বিমা, দুপুরের খাবার ও পরিবহন সুবিধা প্রদান করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ফি ৫০-১০০

        নিজস্ব প্রতিবেদক
        ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০
        নিজস্ব প্রতিবেদক
        সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ফি ৫০-১০০

        সমাজকল্যাণ মন্ত্রণালয় জলবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

        ১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

        ২. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

        ৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

        ৪. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৩ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

        বয়সসীমা আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়স ১৮ থেকে ৩০ বছর।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ ফোন অথবা alljobs.query@teletalk.com.bd বা sa@msw.gov.bd এবং sasadmin1@msw.gov.bd ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

        আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে জমা দিতে হবে।

        আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৫৫,০০০, সপ্তাহে দুই দিন ছুটি

          নিজস্ব প্রতিবেদক
          ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৪২
          নিজস্ব প্রতিবেদক
          মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৫৫,০০০, সপ্তাহে দুই দিন ছুটি

          ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

          পদের নাম: সার্ভিলেন্স ডিটেকশন মনিটর পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস হতে হবে। মিলিটারি, পুলিশ বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি বিভাগে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

          চাকরির ধরন: স্থায়ী কর্মস্থল: ঢাকা কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা। বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

          যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

          আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত