ইসলামিক ফাউন্ডেশন ৮৩ জনকে চাকরি দিবে

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত ২১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১) পদের নাম: উপ-পরিচালক্প। পদের সংখ্যা: ১২টি। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২) পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার। পদের সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
৩) পদের নাম: মেডিকেল অফিসার। পদসংখ্যা: ৭টি । বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৪) পদের নাম: সহকারী পরিচালক। পদসংখ্যা: ১৪টি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫) পদের নাম: স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার। পদসংখ্যা: ৩টি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৬) পদের নাম: প্রোগ্রাম অফিসার। পদসংখ্যা: ৪। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৭) পদের নাম: ভাষা শিক্ষক (আরবি)। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৮) পদের নাম: গবেষণা কর্মকর্তা। পদের সংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৯) পদের নাম: সহকারী সম্পাদক। পদের সংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
১০) পদের নাম: সমাজবিজ্ঞান প্রশিক্ষক। পদের সংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
১১) পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা: ২। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১২) পদের নাম: ফার্মাসিস্ট (ইসলামিক মিশন)। পদের সংখ্যা: ৬। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৩) পদের নাম: হোমিওপ্যাথ। পদের সংখ্যা: ৫। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৪) পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা: ২। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৫) পদের নাম: সিনিয়র স্টাফ নার্স। পদের সংখ্যা: ২। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
১৬) পদের নাম: হোমিও কম্পাউন্ডার। পদের সংখ্যা: ২। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
১৭) পদের নাম: লেডি ফার্মাসিস্ট। পদের সংখ্যা: ৫। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
১৮) পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ৬। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
১৯) পদের নাম: স্টোর সহকারী। পদের সংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২০) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ২। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২১) পদের নাম: ওয়ার্ড মাস্টার। পদের সংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা : আবেদনকারীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫, আবেদন ফি সর্বোচ্চ ২০০ নির্ধারণের দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরের সময় বৃদ্ধি ও আবেদনের ক্ষেত্রে ফি সর্বোচ্চ ২০০ টাকার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানানো হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয় পরিষদ।
আন্দলোনকরিরা তিনটি দাবি তুলে ধরেনঃ
১. বর্তমান সরকার ২০১৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির কথা উল্লেখ করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি অথচ আরেকটি জাতীয় নির্বাচন আসন্ন। তাই লাখ লাখ চাকরি প্রার্থীদের প্রাণের দাবি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ করা হোক।
২. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করতে হবে (১ম শ্রেণীতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণীতে ১৫০ টাকা, ৩য় শ্রেণীতে ১০০ টাকা, ৪র্থ শ্রেণীতে ৫০ টাকা)। প্রয়োজনে সরকারকে ভর্তুকির উদ্যোগ নিতে হবে। একই তারিখে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, আইন অনুষদের ১০০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল নির্মাণ করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থান নির্ধারণের জন্য আইন বিভাগের একাডেমিক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অর্থাৎ ‘বঙ্গবন্ধু ল কমপেক্স’ এর কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
স্নাতক পাসে চাকরি দেবে আইপিডিসি ফাইন্যান্স

সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ইনচার্জ’ পদে জনবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের নাম: ইনচার্জ।
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৬ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান)
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Facebook পেজ)
ফেসবুকে লাইভ করে ক্যারিয়ার গড়তে চান? জনবল নিয়োগ দিবে যমুনা গ্রুপ

যমুনা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া লাইভ প্রেজেন্টার ফর হোলসেল ক্লাব লিমিটেড বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানায়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে কমপক্ষে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ফেসবুকে লাইভ প্রেজেন্টার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২২-৩০ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য যোগ্যতা: পদটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্মার্ট হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তাছাড়া টেলিমার্কেটিং সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন নারী প্রার্থী ও সোশ্যাল মিডিয়া ইন্ফুলেন্সারদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে টিএ, মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, বার্ষিক সেলারি রিভিউ ও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন ৭৪৪০০

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির প্রকৌশলী বিভাগে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম : প্রধান প্রকৌশলী।
পদের সংখ্যা: ১টি।
আবেদন যোগ্যতা: প্রার্থীর শিক্ষাজীবনে সকল পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ সিজিপিএসহ স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাস হতে হবে। প্রর্থীকে প্রকৌশলী বা তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমমান পদে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতাসহ ইঞ্জিনিয়ারিং প্রকল্প ও প্লানিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
এম.এস.সি বা উচ্চতর ডিগ্রীধারী প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে।
আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ পত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ অগ্রণী ব্যাংকের ইবি শাখা হতে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
এরপর অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ১২০০ টাকা এবং যারা অনলাইন হতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারসহ ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (চাকরিরতদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে) অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
খামের উপর পদ ও অফিসের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩।
মন্তব্য