ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

যবিপ্রবি ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক রাশেদ খান যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৩ ২২:৩৪
নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবি ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক রাশেদ খান যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের যাত্রা শুরু, আহ্বায়ক রাশেদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক কর্মীসভায় রাশেদ খান কে আহ্বায়ক এবং আবু সাইদকে কে যুগ্ম-আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নয় সদস্যের আহ্বায়ক কমিটি নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য'রা হলেন- অরুন্ধতী রায়,আদনান আহমেদ, এহসান-উল করিম, মোঃ আল জুবায়ের, রাকিব হাসান রাফি।

বাকি দুটি পদে পরবর্তীতে কো-অপ্ট করার জন্য খালি রাখা হয়েছে।

কর্মীসভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা শিমুল কুম্ভকার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা রিহাদ মাহমুদ।

নবনির্বাচিত আহ্বায়ক রাশেদ খান তার বক্তব্যে বলেন, 'শিক্ষা সকল নাগরিকের মৌলিক অধিকার অথচ বর্তমান সময়ে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি বৈষম্যহীন, বিজ্ঞান ভিত্তিক, একমুখী, অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালুর জন্য আন্দোলন করে আসছে। টাকার বিনিময়ে শিক্ষা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা সংকটের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা ও একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিমার্ণের লক্ষ্যে ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পরীক্ষা দিতে এসে মারধরের শিকার ছাত্রদল নেতা

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ আগস্ট, ২০২৩ ১৩:৭
    নিজস্ব প্রতিবেদক
    পরীক্ষা দিতে এসে মারধরের শিকার ছাত্রদল নেতা

    জবি প্রতিনিধি: পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবু হেনা মুরসালিন। মুরসালিন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

    প্রত্যেক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে ক্যাম্পাসের শান্ত চত্ত্বর এলাকায় ভুক্তোভোগিকে বাঁশের লাঠি দিয়ে মারধরের করেন কয়েকজন শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন গনিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাতসহ কয়েকজন। তারা সকলেই শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইনের অনুসারী।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, 'মারধর খবর পেয়ে আমি সহকারী প্রক্টরকে পাঠাই। সেখান থেকে ওই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সেটা পুলিশ যাচাই করে কোন মামলা না পাওয়ায় আমরা তাকে ছেড়ে দেওয়ায় সুপারিশ করি।'

    রাজনৈতিক কারনে কোন শিক্ষার্থীকে ক্যাম্পাসে এভাবে মারধর করতে পারে কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এ ক্যাম্পাস সকলের এভাবে কেউ কাউকে মারধর করতে পারে না। ওই শিক্ষার্থী যদি কোন অভিযোগ করে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখা হবে।'

    সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনসার্চ এসআই (উপপরিদর্শক) হাসান মাতবর বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমার কাছে বুঝিয়ে দেয়। আমি তাকে আমার হেফাজতে রেখেছি। কি করতে হবে প্রক্টর পরে সিদ্ধান্ত দিবে।'

    জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, 'ক্যাম্পাসে কোন মারধর বা হামলার ঘটনা ঘটলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে। শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন দ্বন্দের দায় ছাত্রলীগ নিবে না।'

    হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘পরীক্ষা দিতে এসে আমাদের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কতিপয় ছাত্রলীগকর্মী দ্বারা আহত হলো। এর আগেও কয়েকজনকে পরীক্ষার হলে গিয়ে মেরে আহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল হামলাকারীদের ধরে পুলিশে দেয়া। তারা তো তা করেইনি, উল্টো হামলায় আহত হওয়া শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়ে তারা বেআইনি এবং বিমাতাসূলভ আচরণ করেছেন। আমরা হমলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

    সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, 'মোরসালিন তার মিডটার্ম পরীক্ষা দিয়ে বের হওয়ার পরেই হামলার শিকার হয়। আমি বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে যোগাযোগ করেছি। হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।'

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে চবি ছাত্রলীগের দুটি গ্রুপ

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ আগস্ট, ২০২৩ ১৯:১৪
      নিজস্ব প্রতিবেদক
      মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে চবি ছাত্রলীগের দুটি গ্রুপ

      বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি: মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবিতে চবির মূল ফটকে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শাখা ছাত্রলীগের দুচি গ্রুপ। গ্রুপ দুটি হলো- বিজয় ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।

      বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জিরো পয়েন্টের মূল ফটকে তালা আন্দোলন করে নেতাকর্মীরা।

      এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এর মধ্যে - অবৈধ কমিটি মানি না মানবো না, প্রহসনের কমিটি মানি না মানবো না, দাবি মোদের একটাই, নতুন করে কমিটি চাই ইত্যাদি।

      আন্দোলনের বিষয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির সহ- সভাপতি সাদেক হোসাইন টিপু বলেন, মেয়াদোত্তীর্ণ এ কমিটিকে বিলুপ্ত করতে হবে এবং নতুন কমিটি দিতে হবে এটাই আমাদের দাবি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। চবি শাখা ছাত্রলীগের কাজকে বেগবান করতে নতুন কমিটির বিকল্প নেই। মেয়াদোত্তীর্ণ এ কমিটির সভাপতিকে আমরা আগেই অবাঞ্চিত ঘোষণা করেছি। এখন নতুন কমিটির দাবিতে আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

      উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। আর ২০২২ সালের ৩১ জুলাই ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        চবি ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে একজনের পদত্যাগ

        নিজস্ব প্রতিবেদক
        ১৪ আগস্ট, ২০২৩ ১৯:৩৪
        নিজস্ব প্রতিবেদক
        চবি ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে একজনের পদত্যাগ

        চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে একজন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।

        সোমবার (১৪ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পদত্যাগপত্রে বিষয়টি নিশ্চিত করেন মামুন।

        পদত্যাগপত্রে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী হিসেবে দীর্ঘসময় ধরে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছিল। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। বিগত ১১/০৮/২০২৩ ইং তারিখ ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এই কমিটির নেতৃত্বে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এক দফা দাবী আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মী সহ, সাধারণ ছাত্র/ ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয় বলে মনে করছি। তাই, আমি চবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতির পদ হইতে পদত্যাগ করিলাম।

        তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলাম থাকবো।

        উল্লেখ্য, সাত বছর পর চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সভাপতি মনোনীত হন মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়কে মনোনীত করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক নোমান

          নিজস্ব প্রতিবেদক
          ১১ আগস্ট, ২০২৩ ২১:১
          নিজস্ব প্রতিবেদক
          চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক নোমান

          চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

          শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন। ৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

          কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইয়াসিন বলেন, নতুন এ কমিটি নিয়ে আমি সন্তুষ্ট নই। কেননা সভাপতি আলাউদ্দিন মহসিন মাঠ পর্যায়ে সক্রিয় নয়। তিনি কিভাবে পদ পেলেন তা আমার জানা নেই।

          কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, চবির ইতিহাসে সবচেয়ে সুন্দর কমিটি এটি। যারা এ কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা মূলত তারেক রহমানেরই বিরোধিতা করছেন। সভাপতি যদি মাঠ পর্যায়ে সক্রিয় না হবেন তাহলে তিনার নামে একাধিক মামলা কেনো? এগুলো নিছক বিরোধিতা ছাড়া কিছুই না।

          উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত