ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২২ ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান

আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। একইসঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন। আর সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার রাতে গণভবনের গেটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হয়েছেন সজল আহমেদ কুন্ডু।

গত ৬ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দুই পদের বিপরীতে প্রায় চার শতাধিক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে বিদায় নেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাহাঙ্গীর-তপন জোদ্দারের নেতৃত্বে ইবি শিক্ষক সমিতি

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ ডিসেম্বর, ২০২২ ১৬:৬
    নিজস্ব প্রতিবেদক
    জাহাঙ্গীর-তপন জোদ্দারের নেতৃত্বে ইবি শিক্ষক সমিতি

    ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল জয় লাভ করেছেন। সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ২১৮ ভোট এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

    রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে রাত ১১টায় নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪০৪ জনের মধ্যে ৩৫১জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১টি ব্যালট বাতিল হয়েছে এবং পদ অনুযায়ী কিছু ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন।

    নির্বাচনের শাপলা ফোরাম মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল সহ-সভাপতি হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৭৩ ভোট), যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ (বিকুল), অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন, ড. মোঃ সাজ্জাদ হোসেন, এম. নাসিমুজ্জামান, মোঃ সাজ্জাদুর রহমান টিটু, মোঃ ফিরোজ আল মামুন ও মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ড. মোঃ সাজ্জাদ হোসেন (২০৭ ভোট), মোঃ সাজ্জাদুর রহমান টিটু (২০০), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন (১৮২), মোঃ শহিদুল ইসলাম (১৬৬), মোঃ ফিরোজ আল মামুন (১৫৯), এম. এম. নাসিমুজ্জামান (১৫২), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০) ও অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    নবনির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার রাইজিং ক্যাম্পাসকে বলেন, ‘সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে লক্ষ্যে কাজ করব। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে যাবো এটাই প্রত্যাশা।’

    ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন রাইজিং ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট স্বার্থের পাশাপাশি শিক্ষার পরিবেশ যাতে সুন্দর হয় এবং শিক্ষার্থীদের কোন রকম সেশন জোট সম্পূর্ণ নিরসন’সহ সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব।’

    উল্লেখ্য, এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে জন্য তিনটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ছাত্রলীগের পদ পেতে দিতে হলো ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫০
      নিজস্ব প্রতিবেদক
      ছাত্রলীগের পদ পেতে দিতে হলো ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

      রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির জন্য পদপ্রত্যাশী প্রত্যেকে দিতে হয়েছে লিখিত পরীক্ষা। ছাত্রনেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

      বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মী সভা। কর্মী সভা শেষে তাদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়।

      পদপ্রত্যাশী ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটির আলোকে পরীক্ষায় অংশ নেন পদপ্রত্যাশীরা। ৫০ নম্বরের এই পরীক্ষায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী অংশ নেন। তাদের পরীক্ষার সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।

      জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানে না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

      ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়ার ব্যপারে রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয় জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাবি শিক্ষক সমিতির নির্বাচন : আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

        নিজস্ব প্রতিবেদক
        ১২ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩
        নিজস্ব প্রতিবেদক
        রাবি শিক্ষক সমিতির নির্বাচন : আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

        রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী সংসদ নির্বাচনে ১৫টি পদের সবগুলোতেই জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (আওয়ামী লীগ ও বামপন্থী) হলুদ প্যানেল।

        সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান।

        নির্বাচনে ১ হাজার ৬৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৩৬ জন শিক্ষক।

        সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। তিনি পেয়েছেন ৪৯৯ ভোট। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের (বিএনপি ও জামায়াতপন্থী) সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮ ভোট।

        সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী। তিনি পেয়েছেন ৫১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেল থেকে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।

        এদিকে হলুদ প্যানেল থেকে ৫৪৪ ভোট পেয়ে সহসভাপতি পদে জয়লাভ করেছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (রাসেল)। কোষাধ্যক্ষ পদে ৫৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ (রানা)।

        এছাড়াও ১০টি সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন (৫১৫ ভোট), গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার (৪৬০ ভোট), ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা (৫১৪ ভোট), চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নাজনীন আকতার (৪৮৬ ভোট), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী মুন (৪৯৩ ভোট), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান (৪৯৩ ভোট), ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াছমীন (৫২৮ ভোট), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা (৪৮৪ভোট), পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. রাশেদ আলম (৫৩৫ ভোট), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান (৫৫৩ ভোট)।

        বিপুল ভোটে জয়ী হয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, এটা আমাদের বিজয় নয় এটা আওয়ামী লীগ ও সাধারণ শিক্ষকদের বিজয়। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন চলছে

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ডিসেম্বর, ২০২২ ১১:৫
          নিজস্ব প্রতিবেদক
          রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন চলছে

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে।

          সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

          জানা যায় এ নির্বাচনে মোট ১ হাজার ৬৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

          নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সাদা প্যানেল থেকে ৩০ জন প্রার্থী অংশ নিয়েছেন।

          নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান।

          নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী প্রার্থী হয়েছেন।

          তাদের বিপরীতে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত