ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

মাহফুজ আলম ও এনসিপিকে ধন্যবাদ জানালেন আপ বাংলাদেশের জুনায়েদ

অনলাইন ডেস্ক
৩ জুলাই, ২০২৫ ১৯:৪২
অনলাইন ডেস্ক
মাহফুজ আলম ও এনসিপিকে ধন্যবাদ জানালেন আপ বাংলাদেশের জুনায়েদ

‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণাকে চমৎকার উদ্যোগ বলে ধন্যবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ।

আজ বুধবার (২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি একটি স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ উপদেষ্টা মাহফুজ আলম ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণা দিয়েছেন- এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। আশা করি, সামনে আমরা জুলাইকে ঘিরে আরও নতুন নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি দেখতে পাবো।

তিনি এনসিপি নিয়ে বলেন, এনসিপি আজ তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে। মনে হচ্ছে, তারা ভালো সাড়া পাচ্ছে। তরুণদের রাজনীতির জন্য এটি আশাব্যঞ্জক ঘটনা। জুলাই বেঁচে থাকবে তরুণদের রাজনীতির ভেতর দিয়েই, এই বিশ্বাস থেকেই এনসিপির প্রতি রইলো আন্তরিক শুভকামনা।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত জুলাইয়ের স্মৃতি মানুষের মনে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন প্রচুর কনটেন্ট, স্মরণ কর্মসূচি, গবেষণা ও সাংস্কৃতিক উদ্যোগ। যদি আমরা জুলাইকে ধরে রাখতে না পারি, তরুণদের রাজনীতির ভিত্তি দাঁড়াবে না। আজকের রাজনীতিতে যে পুরনো অভ্যাস- শক্তি প্রদর্শন, প্রশাসনিক দখল, চাঁদাবাজি, প্রতিপক্ষ দমন এসব থাকলে নতুন প্রজন্ম রাজনীতিতে টিকে থাকতে পারবে না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ‘ট‍্যাগ’ করে যা বললেন সারজিস

    অনলাইন ডেস্ক
    ৩ জুলাই, ২০২৫ ১৩:৭
    অনলাইন ডেস্ক
    ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ‘ট‍্যাগ’ করে যা বললেন সারজিস
    ছবি : সংগৃহীত

    লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্নপ্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

    বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

    একই সঙ্গে, এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন সারজিস।

    পোস্টে তিনি বলেন, ‘লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়।’

    সারজিস আলম লেখেন, ‘আজকে (বুধবার) পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের কে ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি’র নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।’

    ‘এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে’ বলেও উল্লেখ করেন সারজিস।


    তিনি আরও বলেন, ‘আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।’

    এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বিএনপি’র কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং একশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

      অনলাইন ডেস্ক
      ২ জুলাই, ২০২৫ ১৭:৮
      অনলাইন ডেস্ক
      আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

      জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এ ঘোষণা করেন তিনি।

      এসময় নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।

      দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

      এসময় অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

      এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। সেখান থেকে গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুরে পথসভা শেষে বিকেলে রংপুরে আসেন এনসিপির নেতারা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে রংপুর নগরীর ডিসির মোড় অভিমুখে জুলাই পদযাত্রা শুরু করেন। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা এবং উপজেলা পর্যায় থেকে আসা শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের নানা স্লোগান পুরো এলাকা মুখর করে তোলে।

      পদযাত্রাটি পার্ক মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার ও টাউন হল মোড় হয়ে জিলা স্কুল সংলগ্ন ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এনসিপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি’

        অনলাইন ডেস্ক
        ২ জুলাই, ২০২৫ ১৫:২৫
        অনলাইন ডেস্ক
        ‘গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি’
        বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

        গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

        বুধবার (২ জুলাই) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

        এ সময় তিনি বলেন, আমাদের দলের কোনো লোক যদি অপরাধ করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে আমরা তাতে খুশি হবো। যারা অপরাধ করছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি।

        নজরুল ইসলাম খান বলেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জনগণ এখনো তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারেনি।

        নজরুল ইসলাম খান বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে, গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই।

        একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণ জানে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছিল, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল ভুল বার্তা দিলেও জনগণ গ্রহণ করবে না, বরং এতে তারা নিজেদের গ্রহণযোগ্যতা হারাবে।

        এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান প্রমুখ।

        মন্তব্য

        গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

        অনলাইন ডেস্ক
        ১ জুলাই, ২০২৫ ২২:৮
        অনলাইন ডেস্ক
        গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার
        বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

        গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ঐক্য বজায় রাখার’ ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

        গুলশানের বাসা ’ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি গুম, খুন ও বিচারভহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার তাগিদ দেন।

        খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যেকোনো মূল্যে বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি। বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে।

        সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে তিনি বলেন, রক্তস্নাত জুলাই-আগস্ট একবছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, হত্যা ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার।

        গুম-খুন-বিচারবর্হিভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা করার প্রতি জোর দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, গুম-খুন-বিচারবর্হিভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সন্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত