বাংলাদেশ ব্যাংক নেবে মুখ্য আইন কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংক মুখ্য আইন কর্মকর্তা পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: মুখ্য আইন কর্মকর্তা (চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইনবিষয়ক পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (চুক্তি নবায়নযোগ্য) বেতন: আলোচনা সাপেক্ষে
নির্বাচনপ্রক্রিয়া যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই–বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত নির্বাচনী কমিটির কাছে সাক্ষাৎকারে অবতীর্ণ হতে হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার পূর্ণ বিবরণী এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১, বাংলাদেশ ব্যাংক, প্রধান ভবন, ষষ্ঠ তলা, প্রধান কার্যালয়, ঢাকা। ই–মেইল ঠিকানা: gm.hrd@bb.org.bd।
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২২।
দুই হাজার ৬৩০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি

দুই হাজার ৬৩০ টি শূন্য পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতাল/জেনারেল হাসপাতাল/উপজেলা ও অন্যান্য হাসপাতালসমূহে এবং সেবা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডভুক্ত সিনিয়র স্টাফ নার্স ২৬৩০ টি শূন্য পদে মধ্যে ১০ শতাংশ সংরক্ষণ রেখে ২৩৬৭ টি সিনিয়র স্টাফ নার্স এর শূন্য পদে নিয়োগ প্রদানের সুপারিশ প্রদানের লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রেরিত তথ্যাদি নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে ১৮ লাখ

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামে টেকনিক্যাল কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল কো-অর্ডিনেটর (নিউট্রিশন গভর্নেন্স) প্রজেক্ট: লিডারশিপ টু এনশিওর এডেকোয়েট নিউট্রিশন (এলইএএন) পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সম্যক জানাশোনা থাকতে হবে। ফুড সিস্টেমের নিউট্রিশন প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হওয়া বাধ্যতামূলক। যোগাযোগ ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। প্রতিনিয়ত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি প্রজেক্ট ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক কর্মস্থল: চট্টগ্রাম বেতন: বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে) সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেবে ৯৪ জন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ১৮ পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেবে মোট ৯৪ জন।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স প্রার্থীর বয়স ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আবেদন ফি কোনো কোনো পদের আবেদন ফি ২২৩ টাকা, আবার কোনো কোনো পদে ১১২ টাকা।
আবেদনের বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে
খুলনা বিশ্ববিদ্যালয়ে নবম গ্রেডে চাকরি

খুলনা বিশ্ববিদ্যালয় নবম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী ও রিসার্চ অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)
৩. পদের নাম: রিসার্চ অফিসার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯) যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন ফি: অনলাইনে আবেদনের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৭৫০ টাকা পাঠাতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://ku.ac.bd/career) পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২।
মন্তব্য