সিরিজ খেলতে পাকিস্তানে কবে যাচ্ছে বাংলাদেশ?

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনায় আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই সিরিজ শেষেই তারা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। কারণ আগামী রোববারই যে তাদের পাকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়তে হচ্ছে। সালমান আলি আগা নেতৃত্বাধীন দলটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।
এদিকে, ইতোমধ্যে আরব আমিরাত সিরিজ শেষ করে আসন্ন সিরিজের স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং নাহিদ রানা ঢাকায় পা রেখেছেন। তাদের মধ্যে নাহিদ ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং সৌম্য ছিটকে গেছেন পিঠের চোটের কারণে। ফলে উভয়ই বাংলাদেশের পাকিস্তান সফরের দলে নেই।
আরও পড়ুন
নাহিদ রানা নাম প্রত্যাহার করায় নতুন করে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে। এ ছাড়া আইপিএল শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন।
আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আমিরাতের কাছে এমন সিরিজ হার জীবনেরই অংশ, বললেন লিটন দাস

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন কিছু দিন আগে। অধিনায়ক আগেও ছিলেন, কিন্তু পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটাই ছিল প্রথম সিরিজ। আর এখানেই কি-না এভাবে সিরিজ হার, তাও আবার সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে! লিটন দাস কি ভাবতে পেরেছিলেন প্রথম সিরিজটাই এভাবে শেষ হবে?
তবে আমিরাতের কাছে এভাবে সিরিজ হেরে যাওয়াটা অবশ্য বাংলাদেশের জন্য অভাবনীয় কিছু নয়। এর আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল দলটা, তার প্রথম বর্ষপূর্তি হবে আগামীকাল ২৩ মে। এরপর আমিরাতের কাছে হারটা হয়তো অতোটা তেতো ঠেকছে না।
সে বিষয়টা লিটন দাসের কথাতেও স্পষ্ট। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যখন সিরিজটাও হাত ফসকে গেল, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বললেন, ‘এখানে আসার সময়ে সব ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। ক্রিকেট খেললে যখন প্রতিপক্ষ ভালো খেলবে, তখন তাদের কৃতিত্বটা দিতেই হবে।’
তৃতীয় টি-টোয়েন্টিতে হারটা বাংলাদেশের অদৃষ্টে লেখা হয়ে গেছে ওই প্রথম ইনিংসেই। আগের ম্যাচে ২০৫ রান করেও জেতা যায়নি। শেষ ম্যাচে যখন ৮৪ রান তুলতেই ৮ উইকেট খুইয়ে বসল দল, তখনই নিশ্চিত হয়ে গেছে, শারজার নিখাদ ব্যাটিং-স্বর্গে এই ম্যাচ আর জেতা হচ্ছে না।
শারজার উইকেট বোলারদের বধ্যভূমি। তার সঙ্গে যখন রাতের শিশির যোগ হয়, তখন কাজটা আরও কঠিন হয়ে যায়। নিজেদের ভুলের চেয়ে লিটন বড় করে দেখলেন সব ম্যাচে পরে বোলিং করার ভাগ্যটাকেই।
তিনি বলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, এই কন্ডিশনে করতে চাইনি; তিন ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি, শিশিরই মূল নিয়ামক ছিল এখানে।’
ম্যাচ শেষে লিটন তারিফ করলেন প্রতিপক্ষেরও। তবে তিনি জানালেন, শিশিরের সুবিধাটা আমিরাত ভালোভাবেই কাজে লাগিয়েছে। তিনি বললেন, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা সেভাবে আতঙ্কিত হয়ে পড়েনি, তাদের কৃতিত্ব তাই দিতেই হবে।’
রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি

আগামী ১৭ মে থেকে পুনরায় চালু হতে যাওয়া আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের বাকি অংশে বাংলাদেশের পেসার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অস্ট্রেলিয়ার ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে নিল ফ্র্যাঞ্চাইজিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। কাটার মাস্টার খ্যাত তারকা জন্য ৬ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে দিল্লিকে। গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। তবে সেসময় কোনো দল তার প্রতি আগ্রহ না দেখানোয় অবিক্রীত থেকে যান তিনি।
আইপিএলের ইতিহাসে মোস্তাফিজই এখন সবচেয়ে বেশি দামে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। দিল্লি তাকে টেনেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫৪ লাখ টাকা দিয়ে। এতদিন এই রেকর্ড ছিল সাবেক পেসার মাশরাফি বিন মর্তুজার। তাকে ২০০৯ সালে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৬ লাখ ডলারে। তৎকালীন বাজারমূল্যে সেটা ছিল ৪ কোটি টাকার কাছাকাছি।
পাক-ভারত সংঘাত
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠক ডাকে বিসিসিআই। সেখান থেকেই এলো বড় সিদ্ধান্ত।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এরপরই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করার। এর আগে ভারতে জাতীয় নির্বাচন কিংবা করোনা মহামারির সময়েও আইপিএল বন্ধ হয়নি। সরিয়ে নেওয়া হয়েছিল অন্য দেশে। কিন্তু ভারত-পাক সংঘাতের মাঝে স্থগিত করা হলো জনপ্রিয় ক্রিকেট লিগটি।
বৃহস্পতিবার ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিটিআইকে আইপিএলের সিইও অরুণ ধুমাল বলেছিলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিস্তারিত আসছে...
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, ভালো আছেন নাহিদ-রিশাদ

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এরই মাঝে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ পেশোয়ার জালমি ও রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। তবে এখন পর্যন্ত ভালো আছেন এই দুই টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার (৮ মে) রিশাদ ঘণ্টা তিনেক ২টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এরপর নাহিদের সঙ্গে একটি ছবি শেয়ার করে রিশাদ লেখেন, ‘ভ্রাতৃত্ব’।
এ দিকে ড্রোন ভেঙে পড়ায় স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।'
এ দিকে রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ, যা চলবে ১০ মে পর্যন্ত। কিন্তু ভারতের হামলার ঘটনার জেরে বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
মন্তব্য