ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট: কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র—রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইনের তিনজনই গোল পেলেন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। তাতে আন্তঃমহাদেশীয় কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বনে গেল রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি হলেন এ ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ।

মাইলফলক সামনে রেখে কাতারের লুসাইল স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ডন কার্লো। এ শিরোপাটি জিতলেই যে তিনি রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ বনে যাবেন। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, ইতালিয়ান কোচ পেছনে ফেললেন মিগুয়েল মুনজকে। পঞ্চাম-ষাটের দশকে দুই মেয়াদে রিয়ালকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন মুনজ। আনচেলত্তির শিরোপা হলো ১৫টি (৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লিগ, ২টি কোপা দেল রে, ২টি সুপারকোপা, ৩টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও একটি আন্তঃমহাদেশীয় কাপ)।। ১১ শিরোপা নিয়ে তিনে জিনেদিন জিদান।

২০২২ সালে এই মাঠে হেরেই কাতার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। এই মাঠেই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে দলটি। হ্যাটট্রিক করেও হৃদয় ভাঙে ফরাসি তারকার। সেদিনের মতো আজও ১৮ ডিসেম্বর, আজ আর কষ্ট পেতে হয়নি এমবাপ্পেকে। এক গোল করেই শিরোপা জিতলেন তিনি। গত জুনে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে এ নিয়ে দুই ট্রফি হলো তার। আগস্টে আটালান্টার বিপক্ষে সুপার কাপ জয়েও ফাইনালে গোল করেছিলেন।

ভোট দিয়েছেন মাদ্রিদের ক্লাবটির চেয়ে অনেক পিছিয়ে। তবুও এক এমবাপ্পের গোল বাদ দিলে প্রথমার্ধটা ভালো যায়নি সাদা জার্সিধারীদের। আগের রাতে ফিফা বেস্টের পুরস্কার জেতা ভিনিসিউস জুনিয়র তার গোলে অ্যাসিস্ট করেন। গোলবক্স থেকে বলটা এগিয়ে আসা কিপারের নাগালের বাইরে নিয়ে গিয়ে ফাকা দিয়ে অপরপ্রান্তে পজিশন নেয়া এমবাপ্পেকে পান ব্রাজিলিয়ান তারকা। ট্যাপইন করে জালের দেখা পান ফরাসি ফুটবলার।

৫৩ মিনিটে কয়েকজনকে কাটিয়ে ১৮ গজ দূর থেকে নেয়া শটে গোল করেন রদ্রিগো। ৮২ মিনিটে ভিনির গোলটি পেনাল্টি থেকে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩২
    নিজস্ব প্রতিবেদক
    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

    ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

    অশ্বিনের বিদায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়। সেখানে বলা হয়– অসংখ্য ধন্যবাদ, অশ্বিন। যার নামের সঙ্গে আধিপত্য, জাদুবিদ্যা, বুদ্ধিদীপ্ততা ও উদ্ভাবনের মতো শব্দ সমার্থক হয়ে গেছে।

    ড্র হওয়া তৃতীয় টেস্ট শেষে গ্যাবায় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায় বেলায় আবেগঘন এই স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন।

    এর আগে, ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে কাঁদছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিছু একটা বলার পর অশ্বিনকে জড়িয়ে ধরেন কোহলি। এরপর বেশ কিছুক্ষণ দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তখন অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় এই অলরাউন্ডারকে।

    তখনই বোঝা গিয়েছিল– বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারতের ব্রিসবেন টেস্ট ড্রর পর সত্যি হলো সেটাই।

    সিরিজের শেষ দুই টেস্টে তাকে আর পাবে না ভারত। ভারত তাকে পাবে না আর কোনো ম্যাচেই! টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ছাড়লেও আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে।

    ৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার ঝুলিতে মোট ৫৩৭টি টেস্ট উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ৩৭বার। সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও (১১বার) তার ঝুলিতে রয়েছে, যা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরনের সমান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন নাহিদ রানা

      নিজস্ব প্রতিবেদক
      ১৫ ডিসেম্বর, ২০২৪ ২০:৫
      নিজস্ব প্রতিবেদক
      টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন নাহিদ রানা

      স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ শেষেই প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে যুক্ত করার কথা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ রোববার দলে ভেড়ানো হলো এই গতিময় পেসারকে। রানার টি-টোয়েন্টি অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

      নাহিদকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফাস্ট বোলার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

      নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন লাল সবুজের জার্সিতে। এ ছাড়া পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

      সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ভোর ৬টায়। এছাড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

      বাংলাদেশ স্কোয়াড:

      লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আমির

        নিজস্ব প্রতিবেদক
        ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৩
        নিজস্ব প্রতিবেদক
        ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আমির

        ডেস্ক রিপোর্ট: রাগে-অভিমানে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাড়া দিয়ে ফিরেও এসেছিলেন। তবে সেই ফেরাটা হলো না দীর্ঘস্থায়ী। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পাক পেসার।

        এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভিডিও বার্তায় তিনি বলেন, 'পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবি ও পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই।'

        পিসিবির সঙ্গেই অভিমান করে ২০২১ সালে প্রথমবার অবসর নিয়েছিলেন আমির। তখনকার বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে ঝামেলায় জড়িয়েই এই সিদ্ধান্ত নেন। এরপর বোর্ডে পরিবর্তন আসার পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

        ২০০৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। নিয়েছেন ২৭১টি উইকেট। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। সেই আসরে তার বড় অবদান। ফাইনালে ১৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ফিক্সিংয়ের মামলায় সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

          নিজস্ব প্রতিবেদক
          ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৮:২৮
          নিজস্ব প্রতিবেদক
          ফিক্সিংয়ের মামলায় সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

          ডেস্ক রিপোর্ট: ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার টি১০ সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্করকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

          প্রতিবেদন অনুযায়ী, ঠক্কর এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটকে বিষয়টি জানালে, শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিট ঠক্করকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।

          গল মারভেলসের খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কায় অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রেম ঠক্করের এই গ্রেপ্তারের ফলে দল এবং লিগ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গল মারভেলসের খেলা নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। আজকের ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে গল মারভেলস ৫.৫ ওভারে ৫৩ রান করে ৪ উইকেট হারিয়েছে। সাকিব ৩ বলে ৬ রান করে আউট হন।

          প্রেম ঠক্কর ভারতীয় নাগরিক হলেও তিনি শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল পরিচালনা করেন। তার গ্রেপ্তারের ঘটনায় লঙ্কা টি১০ সুপার লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে।

          সাকিব বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। লঙ্কা টি১০ লিগে যোগ দেয়ার আগে তিনি আবুধাবি টি১০ লিগে খেলেছেন এবং তারও আগে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে অংশ নেন। তবে যুক্তরাষ্ট্রের সেই লিগে অনিয়মের কারণে আইসিসি সেটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

          বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত