ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

স্পেনকে বিদায় করে ইতিহাস সৃষ্টি করল মরক্কো

নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
স্পেনকে বিদায় করে ইতিহাস সৃষ্টি করল মরক্কো

আশরাফ হাকিমির পেনাল্টিতে গোল হওয়ার সাথে সাথে যেন গর্জে উঠলো পুরো মরক্কো তথা পুরো আফ্রিকা। কেননা এবারের বিশ্বকাপের একমাত্র আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। গোলশূন্য ১২০ মিনিট খেলা শেষে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আফ্রিকান সিংহরা। পেনাল্টি শুটআউটে মরক্কোর গোলরক্ষক বৌনর অসাধারণ দক্ষতায় ৩টি শট নিয়ে একটিতেও গোল করতে পারেনি স্পেন।

পুরো ম্যাচে মরক্কোর খেলা দেখে একবারও মনে হয়নি তারা হারার জন্য এসেছে। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দাঁতে দাঁতে কামড়ে লড়াই করেছে আটলাস লায়নরা।

ম্যাচের প্রথম ১০-১৫ মিনিট যেভাবে খেলেছে আফ্রিকান দেশ মরক্কো, তাতে মনে হচ্ছিল স্পেন তাদের সামনে পাত্তাই পাবে না; কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন। কিন্তু দুর্ভাগ্য তাদের। গোলই আদায় করতে পারেনি। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি মরক্কো। পরিসংখ্যান টেবিলের দিকে তাকালে দেখা যাবে, মাত্র ৩১ ভাগ ছিল মরক্কোর দখলে বল। ৬৯ ভাগ ছিল স্পেনের তখলে। কিন্তু গোলের জন্য সঠিক একটি বলও তৈরি করতে পারেনি স্প্যানিশরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দারুণ খেলতে থাকে মরক্কো। গতকালের খেলায় প্রথমার্ধে মাত্র একটি শট গোলমুখে নেয় স্পেন যা তাদের বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের পর সর্বনিম্ন। দলের আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে নামানো হয় মোরাতাকে।

৭০ মিনিটে ডানি ওলমোর ডি বক্সের ভেতর থেকে নেয়া শট দারুণভাবে ব্লক করে অগার্ড। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দানি ওলমোর বাকান ফ্রি কিকে কোন স্প্যানিশ খেলোয়াড়ই মাথা ছোঁয়াতে পারেননি; উলটো বল গোলমুখে গেলে দারুণভাবে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বৌনৌ। কর্নার থেকে দারুণ বলে হেড করেছিলেন লাপোর্ত কিন্তু মরক্কোর জমাট রক্ষণভাগের কাছে তা পরাস্ত হলে গোলশূন্য অবস্থাতেই শেষ ম্যাচ হয়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে স্পেন। বড় টুর্নামেন্টের নকআউট রাউন্ডে এই নিয়ে ৬টি ম্যাচই অতিরিক্ত সময়ে গড়ালো স্পেনের ম্যাচ। কিন্তু ১০৪ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা মিস করে মরক্কো। উনাহি ডি বক্সের ভেতর উনাই সিমনকে একা পেয়েও তার গায়ে বল মারেন ফলে গোলবঞ্চিত হয় মরক্কো।

ম্যাচের একদম অন্তিম মুহূর্ত বদলি হিসেবে নামা পিএসজির তারকা পাবলো সারাবিয়ার শট গোলবারে লেগে বাইরে চলে গেলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ১২০ মিনিট।

পেনাল্টি শুটআউটে প্রথম তিনটি শট থেকেই গোল করতে ব্যর্থ হন স্পেনের পাবলো সারাবিয়া, কার্লস সোলার ও বুসকেতস। অন্যদিকে মরক্কো প্রথম দুটি শটে গোল দিলেও তৃতীয় শটটি মিস করে তারা। কিন্তু ৪র্থ শটে গোল করে দলের বিজয় নিশ্চিত করেন আশরাফ হাকিমি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩০

    নিজস্ব প্রতিবেদক
    ৬ ডিসেম্বর, ২০২২ ২২:২৯
    নিজস্ব প্রতিবেদক
    জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩০

    টিআরসি রিপোর্টঃ ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

    এর মধ্যে পাঁচজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে  নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অমিতাভ দাস।

    ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়,  মহান বিজয় দিবস উপলক্ষে চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আজ থেকে। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ চলছিলো মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের মধ্যে। খেলার একেবারে শেষের দিকে গোলপোস্ট বরাবর আক্রমণ করে আ ফ ম কামালউদ্দিন হল। তবে গোল হওয়ার আগেই একটি ফাউল ধরেন রেফারি সৌমিক পাল। অন্যদিকে রেফারির সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ সাব্যস্ত করে সেটিকে গোল বলে দাবি করেন আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা। এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন দুই হলের শিক্ষার্থীরা।

    তবে প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট হল প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হয়। এরপর খেলা বাদ রেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের হলের দিকে ফিরে আসেন। কিন্তু দুই হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে আবারো মুখোমুখি অবস্থান নেন। দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন শিক্ষার্থী।

    বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের এক উপ-পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোলের আগেই ফাউলের বাঁশি দেন রেফারি। আমরা এই ম্যাচের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। তবে শিক্ষার্থীদের সহযোগিতা না পেলে আমরা খেলা পরিচালনা করতে পারবো না। এভাবে রেফারির সিদ্ধান্তের প্রতি যদি শিক্ষার্থীরা অনাস্থা প্রকাশ করেন তবে খেলা চালিয়ে যাওয়া কঠিন। সকল দলের উচিৎ রেফারির সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো।

    এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিম কাজ করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবির ছেলেরা এবং যবিপ্রবির মেয়েরা

      নিজস্ব প্রতিবেদক
      ৬ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবির ছেলেরা এবং যবিপ্রবির মেয়েরা

      ইবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েরা।

      মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে ফাইনাল ও পদক প্রদান অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

      এর আগে প্রতিদ্বন্দীতামূলক ফাইনাল ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়। মেয়েদের ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছেলেদের হ্যান্ডবলে ৩য় স্থান অধিকার করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেয়েদের ক্যাটাগরীতে ৩য় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিজয়ী ও রানার-আপ দলগুলোকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা।

      অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময়ে খেলাধুলায় বিশেষ অর্জন রাখায় তিনজন খেলোয়াড়কে গার্ড অব অনার এবং বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

      এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নেয়। একই ভেন্যুতে ১৮ ডিসেম্বর থেকে ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু হবে।

      আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৮ ডিসেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা একই মাঠে শুরু হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এবার ব্রাজিলের গণমাধ্যমে!

        নিজস্ব প্রতিবেদক
        ৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪০
        নিজস্ব প্রতিবেদক
        বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এবার ব্রাজিলের গণমাধ্যমে!

        বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা চলে আসছে প্রায় এক শতাব্দী বা তারও একটু আগে থেকে। দিন দিন বাড়ছে এ উত্তেজনা। এবারের বিশ্বকাপেও দুই দলের ভক্তরা থেমে নেই চিরায়ত দ্বন্দে জড়াতে। দু-একটি ঘটনা বাদ দিলে এই দ্বন্দটি বেশ উপভোগ্যও বটে।

        প্রতিবারের মত এবারও সারা দেশে দেখা গেছে পতাকা-ব্যানার নিয়ে দুই দলের সমর্থকদের উদযাপন। বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারটি জানতে পেরে কয়েকদিন আগে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এবার বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের বিষয়টি তুলে আনল ব্রাজিলের বৃহত্তম স্পোর্টস সাইট ইউওএল।

        সোমবার বাংলাদেশের ব্রাজিল ফুটবলকেন্দ্রিক উন্মাদনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রাজিলের ইউওএল। সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের ব্রাজিল দলকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা। বিশ্বকাপের আগে এবং আসর চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া ব্রাজিল সমর্থকদের মিছিল-মিটিংয়ের বিষয়টিও তুলে এনেছে তারা।

        বিশ্বকাপ শুরু হলে সমগ্র দেশের একটি বড় অংশ ব্রাজিলের পতাকা টানায়। ব্রাজিলের গণমাধ্যম ইউওএল এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে এনেছে তাদের সংবাদে। তাছাড়া বিশ্বকাপকে নিয়ে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে হওয়া এক রম্যবিতর্কের ভিডিও দেখিয়েছে গণমাধ্যমটি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নেইমারকে ছাড়াই ব্রাজিল ৪-৫ গোল করার ক্ষমতা রাখে: ওমর সানী

          নিজস্ব প্রতিবেদক
          ৫ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৯
          নিজস্ব প্রতিবেদক
          নেইমারকে ছাড়াই ব্রাজিল ৪-৫ গোল করার ক্ষমতা রাখে: ওমর সানী

          আজ রাতে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে আসরের অন্যতম টপ ফেভারিট দল ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে ব্রাজিলকে জিততে হবে এই ম্যাচ।

          তবে গত ম্যাচে কামেরুনের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হেরে কিছুটা হলেও অস্বস্তিতে আছে সেলেসাও শিবির। তারপরও এই ম্যাচে ব্রাজিলই জিতবে বলে আশাবাদী দেশটির বড় সমর্থক, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

          সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘আজকের ম্যাচে আমার প্রিয় দল ব্রাজিলই জিতবে বলে বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই। দক্ষিণ কোরিয়ার প্রতিও আমার সম্মানবোধ আছে। দলটি আমাদের এশিয়া মহাদেশের। তারা এবারের বিশ্বকাপে খুব ভালো খেলেই এই জায়গায় এসেছে। ব্রাজিলের উচিত হবে তাদের হালকাভাবে না নেওয়া।’

          ব্রাজিলের ফরোয়ার্ডদের পারফরমেন্স-এ হতাশা ব্যক্ত করেছেন এই অভিনেতা। তার কথায়, ‘বিশ্ব ফুটবলের সেরা ১৭-১৮ জন ফরোয়ার্ড ব্রাজিলের। নেইমার ইনজুরিতে। বাকিরা তো আছে। তাদের সাইড লাইনও বিশ্বসেরা। তারপরও এই দলটাকে গোল করার জন্য বেগ পেতে হচ্ছে। অতিরিক্ত স্টার-সুপারস্টার থাকায় হয়তো সমন্বয় হচ্ছে না। নেইমারকে ছাড়াই এই ব্রাজিল প্রতি ম্যাচে ৪-৫টা গোল করার ক্ষমতা রাখে। কিন্ত উল্টো তাদের গোল করার জন্য সংগ্রাম করছে। যা হতাশার।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত