চাকসুতে আদিবাসী বিষয়ক পদ রাখার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে আদিবাসী অধিকার বিষয়ক পদ, অনুষদভিত্তিক সম্পাদকসহ নতুন চারটি পদ সংযোজনের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখা৷
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি জশদ জাকির ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত।
লিখিত বক্তব্যে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সভাপতি জশদ জাকির নতুন আধিবাসী বিষয়ক পদ সংযোজন প্রসঙ্গ তুলে ধরে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভৌগোলিক কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। পাহাড় থেকে সমতলে এমনকি এ বিশ্ববিদ্যালয়েও আদিবাসীরা বঞ্চিত ও অবহেলিত থাকার দরুন 'আদিবাসী অধিকার বিষয়ক সম্পাদক' পদ থাকা অত্যাবশ্যক। সম্পাদক আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত হবেন এবং এই সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করে যাবেন।
এছাড়া আরও তিনটি পদ সংযোজনের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। অন্যান্য তিনটি পদ হলো ; পরিবহন সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং অনুষদভিত্তিক সম্পাদক।
পাশাপাশি প্রশাসনের কাছে তারা ৫ দফা দাবি জানায়।দাবিগুলো হলো :
১. ভোটকেন্দ্র হবে একাডেমিক ভবন।
২. চাকসুর সদস্যপদ ও ভোটাধিকারের ক্ষেত্রে এম.ফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের অগ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করতে হবে।
৩. দপ্তর সম্পাদক পদটি শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা নারীর প্রতি প্রশাসনের চরম অবমাননাকর অবস্থান গ্রহণ। এই পদটিও বাকি সব পদের মতই পুরুষ ও নারী উভয়ের জন্যই উন্মুক্ত থাকতে হবে।
৪. সাইবার বুলিং সেল গঠন এবং অনলাইনে অপপ্রচার বা সাইবার বুলিং এর সাথে জড়িত পেইজ ও ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করা।
৫. ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সভাপতি রেদুয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, দপ্তর সম্পাদক শাহ জাহান-জান, রাজনৈতিক শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উমামার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামে ঘোষিত এ প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে জিএস প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া ও এজিএস প্রার্থী হিসেবে জায়েদ আহমেদ রয়েছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।
কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

চলতি বছরের (২০২৫ সাল) এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
আগামী ৫ বছরের মধ্যে বোর্ডের নিয়ন্ত্রণাধীন অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না এসব শিক্ষক।
বুধবার (২০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।
খুবিতে শুরু হচ্ছে ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’ পথচলার গৌরবময় ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২২ ও ২৩ আগস্ট (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব ২০২৫।
২২ আগস্ট (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে আবৃত্তি কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান, অধ্যাপক ড. মো. তানভীর দুলাল এবং খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাকদীরুল গনী। কর্মশালার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আবৃত্তি, উচ্চারণ, নির্মাণ, চরিত্রায়ণ ও পরিবেশনা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হবে।
২৩ আগস্ট (শনিবার) দিনব্যাপী হবে পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব। সকাল ৯টায় হাদী চত্বর থেকে শুরু হবে শুভ সূচনা ও আনন্দ মিছিল। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অদম্য বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আবৃত্তি উৎসব, যেখানে অংশ নেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবৃত্তি সংগঠন।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি আবৃত্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ-আবৃত্তি, সরকারি ব্রজলাল কলেজের বায়ান্ন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অমিত্রাক্ষর, কৃষ্টি, বায়স্কোপ, ভৈরবী, আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা, রিদম ও স্পার্ক।
আয়োজকরা জানিয়েছেন, আবৃত্তি চর্চার এক চতুর্থাংশ শতাব্দীর এই পথচলা স্মরণীয় করে তুলতে আয়োজিত এ উৎসব হবে এক মিলনমেলা, যা নতুন প্রজন্মের আবৃত্তি অনুরাগীদের অনুপ্রেরণা যোগাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে"- তাবিথ আউয়াল

'রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে' বলে মন্তব্য করেছেন (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ডেমোক্রেটিব ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন শেষে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, "আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এরকম বড় একটা স্টেডিয়াম হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার জায়গাটা আরো চর্চা করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে মাঠ হবে। বর্তমানে এই স্টেডিয়ামটি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাফুফের পক্ষ থেকে স্টেডিয়ামটি উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছি। স্টেডিয়ামের সামনে মিনি স্টেডিয়াম করার দাবিটি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পেয়েছি।"
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
মন্তব্য