ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ২৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

আগামী নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে

নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৩ ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এসময় আরও পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এসব সিটি করপোরেশন হলো, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঈদে মহাসড়কে ৯ দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি

    নিজস্ব প্রতিবেদক
    ৩ এপ্রিল, ২০২৩ ১৪:৩০
    নিজস্ব প্রতিবেদক
    ঈদে মহাসড়কে ৯ দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি

    সড়ক দুর্ঘটনা কমাতে  মহাসড়কে ঈদের আগে ও পরে মোট ৯ দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। একই সাথে ঈদযাত্রায় মহাসড়কসহ সব আন্তঃজেলা সড়কে তিন চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    সোমবার (৩ এপ্রিল) সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান। এ ছাড়া নাগরিক সংগঠনটির নেতারা সারা দেশের সব সড়ক ও মহাসড়কে অনিবন্ধিত, ত্রুটিপূর্ণ ও অননুমোদিত সব ধরনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

    এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

    নিরাপদ ও বিড়ম্বনামুক্ত ঈদ যাতায়াতের ওপর গুরুত্বারোপ করে জাতীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। গত বছর সড়কে মোট দুর্ঘটনার ৪০ শতাংশেরও বেশি মোটরবাইক দুর্ঘটনা। দুই চাকার এ বাহনে ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহনের কারণে ঈদ মৌসুমে আরও বেশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

    বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্র ও অনিরাপদ যানবাহন মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে বাস-ট্রাকের মতো বড় গাড়ির গতি কমিয়ে দেয়। এতে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি বাড়ে।

    বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রতি ঈদযাত্রায় দূরপাল্লার অনেক সড়কে বিভিন্ন পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে থাকে। এতে বাস মালিকদের অতিরিক্ত মুনাফা ও শ্রমিকদের বাড়তি আয় হলেও সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

      নিজস্ব প্রতিবেদক
      ৩ এপ্রিল, ২০২৩ ১৪:২০
      নিজস্ব প্রতিবেদক
      ‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

      জাতীয় স্লোগান হিসাবে ‘জয় বংলা’র সাথে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করা কেন হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

      আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

      এর আগে গত বছরের ১২ নভেম্বর জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

      আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয় বাংলা উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান; পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        অস্ট্রেলিয়ান পর্যটককে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার!

        নিজস্ব প্রতিবেদক
        ৩ এপ্রিল, ২০২৩ ১২:২০
        নিজস্ব প্রতিবেদক
        অস্ট্রেলিয়ান পর্যটককে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার!

        ঢাকায় ঘুরতে আসা জনপ্রিয় অস্ট্রেলিয়ান কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বদ্ধকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

        সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

        এর আগে তিনি এক ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক না, তার স্বভাব ভিক্ষুকের মতো।

        বিরক্ত করা ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।

        পর্যটন শিল্পের সাথে জড়িতরা বলছে, বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে

         

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে কলাগাছ থেকে তৈরি কলাবতী শাড়ি

          নিজস্ব প্রতিবেদক
          ২ এপ্রিল, ২০২৩ ১৯:২৮
          নিজস্ব প্রতিবেদক
          প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে কলাগাছ থেকে তৈরি কলাবতী শাড়ি

          বান্দরবানে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত প্রথম কলাবতী শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

          রোববার (২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা প্রশাসক।

          সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ২০২১ সালে কলাগাছ থেকে তন্তু উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হয়। এজন্য জেলার ৬৩টি গ্রামের ওপর সমীক্ষা করে ৯টি পাড়া ও গ্রামকে নির্বাচন করা হয়। সে অনুযায়ী কাজ শুরু করতে বেশ কয়েকজনকে প্রশিক্ষণও দেওয়া হয়। পরে একই বছরের ১৬ ডিসেম্বর তন্তু উৎপাদন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

          প্রতি কেজি তন্তু উৎপাদনের জন্য পাঁচটি কলাগাছের প্রয়োজন হয়। প্রথমদিকে এ তন্তু থেকে নারীদের গয়না, স্যান্ডেল, কলমদানি, পাপোশ ও শোপিস তৈরি করা হতো। যা নীলাচলে অবস্থিত ব্র্যান্ডিং বান্দরবন স্টলে পাওয়া যেতো। এছাড়া স্থানীয় বাজারে এ তন্তুর চাহিদা কম থাকায় কুরিয়ারে অন্য জেলায় পাঠাতে হতো। এতে উৎপাদন ও পারিশ্রমিক খরচ উঠতো না। এ কারণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাপড় বোনার উপযোগী তন্তু উৎপাদন করা হয়। যা থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি চাদর ও জামদানি শাড়ির আদলে একটি শাড়ি তৈরি করা হয়েছে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত