The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

কাতার বিশ্বকাপে দেখা যাবেনা যেসব তারকাদের!

সারাবছর ক্লাব ফুটবলে মাঠ দাপিয়ে বেড়ানো বিশ্বের নামি তারকাদের একসঙ্গে দেখা মেলে কেবলমাত্র বিশ্বকাপে। তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত এ আয়োজনে প্রতিবছরই কোনো না কোনো তারকাকে খেলতে না দেখতে পারার দঃখ থেকেই যায় ভক্তদের। বিশ্বমঞ্চে খেলার জন্য নিজের জাতীয় দলের কোয়ালিফাই না করা কিংবা ইনজুরির কারণে ছিটকে যেতে হয় অনেক তারকাকে।

আজ পর্দা উঠতে যাওয়া কাতার বিশ্বকাপও সেখান থেকে ব্যতিক্রম নয়। করিম বেনজেমা (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে), সাদিও মানে (সেনেগাল), মোহাম্মদ সালাহ-র (মিশর) মতো বিশ্বখ্যাত তারকা ফুটবলারদের নৈপুণ্য দেখা থেকে বঞ্চিত হবেন এবারের ফুটবলপ্রেমীরা।

আর্লিং হালান্ড (নরওয়ে): ম্যানচেস্টার সিটির তারকা, এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হালান্ডের অনুপস্থিতি সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা। এবার তার দেশ নরওয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করেনি। যে কারণে আর্লিং হালান্ড ও তার স্বদেশি মার্টিন ওডেগার্ডও কাতারে থাকছেন না।

করিম বেনজেমা (ফ্রান্স): অনুশীলনে চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। শনিবার (১৯ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

শনিবার অনুশীলন চলাকালীন গুরুতর পেশির ইনজুরির কারণে অনুশীলন সেশন ছাড়তে বাধ্য হন স্ট্রাইকার করিম বেনজেমা। মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচও খেলতে পারেননি বেশি। তবে ইনজুরি কাটিয়ে অনুশীলনে এসে পুরনো ক্ষতো আবারো তাজা করলেন বেনজেমা।

মোহাম্মদ সালাহ-র (মিশর): লিভারপুল তারকা এবং বর্তমানে বিশ্বে সেরা খেলোয়াড়দের একজন মোহাম্মদ সালাহ একই কারণে এবারের বিশ্বকাপে থাকছেন না। আফ্রিকায় গত এক দশকে এত সফল হওয়া সত্ত্বেও বিশ্বকাপে যে দলগুলো খেলবে তার মধ্যে সালাহর মিশর নেই।

সাদিও মানে (সেনেগাল): থাকছেন না সাদিও মানে। ইনজুরি থেকে সেরে উঠতে ব্যর্থ হওয়ায় বিশ্ব আসরের এ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাকে বাদ দিতে হয়েছে সেনেগাল দল থেকে।

এছাড়া ফ্রান্সের পল পগবা, এন’গোলো কান্তে এবং প্রেসনেল কিম্পেম্বে-২০১৮ সালে বিশ্বকাপ জয়ী দলের এ খেলোয়াড়দের মিস করবে ফ্রান্স ও তাদের ভক্তরা।

রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড়ও আছেন যারা বিশ্বকাপে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ডেভিড আলাবার অস্ট্রিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করায় তাকেও দেখা যাবে না বিশ্বকাপে।

ইতালি, কোয়ালিফাই না করায় বিশ্বকাপ জয়ী এ দলটিতে এবার পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। যে কারণে মার্কো ভেরাতি, নিকোলো বারেলা, ফেদেরিকো চিয়েসার মতো বড় তারকাদের এবার থাকতে হচ্ছে মাঠের বাইরে।

কাতার বিশ্বকাপে কলম্বিয়া না থাকায় লুইস দিয়াজ, রাদামেল ফালকাও এবং জেমস রদ্রিগেজদেরও দেখা যাবে না।

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান নায়িকা পরীমণি

You might also like
Leave A Reply

Your email address will not be published.