ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

আজ ঢাকায় আসছেন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে যোগ দিতে তার এই সফর।
জানা গেছে, রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে কলকাতা থেকে বিমানে চড়বেন তিনি ঢাকার উদ্দেশ্যে। তার ভাষ্য, আশা করছি ১৫ জানুয়ারি রাতের খাবার বাংলাদেশে খাবো।
গতকাল ১৪ জানুয়ারি শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে শ্রীলেখা মিত্রের নির্মিত সিনেমা ‘এবং ছাদ’। তিনি নিজেই স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনা করেছেন।
এর আগে গেল বছরের ডিসেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঢাকা আসার বিষয়ে জানিয়েছিলেন শ্রীলেখা। তার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই অভিনেত্রীকেকে স্বাগতম জানিয়েছেন।
ট্রেলারের প্রথম ঝলকেই বাজিমাত শাহরুখ-দীপিকার ‘পাঠান’

বলিউড বাদশাহ শাহরুখ খান ৪ বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ‘পাঠান’ সিনেমার মাধ্যমে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে জন্ম নিয়েছে রয়েছে তুমুল আগ্রহ।
‘জিরো’র ব্যর্থতা কাটিয়ে ফের স্বমহিমায় ফিরবেন কিং খান, এমনটাই চাওয়া শাহরুখ-প্রেমীদের। আর ‘পাঠান’ নিয়ে দর্শকদের উত্তেজনা ঠিক কোন পর্যায় তা বলে দিলো সিনেমার ট্রেলার। মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই সিনেমার প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন এসআরকে। মাত্র দুই ঘণ্টায় এই ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ৩৬ লাখ পার করেছে।
অ্যাকশনে ভরপুর এই সিনেমায় শাহরুখ ছাড়াও লিড রোলে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রহাম। পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে একের পর এক মারকাটারি অ্যাকশন এবং সংলাপ।
সন্ত্রাসবাদী জনের নিশানায় ভারত। 'রেড ফ্ল্যাগ' জারি হতেই দেশকে রক্ষা করতে ‘পাঠান’-এর স্মরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ‘বনবাস’ কাটিয়ে পাঠান ফিরল নিজ মেজাজে। এতে গুপ্তচরের ভূমিকায় রয়েছেন শাহরুখ, যে দেশের জন্য জীবন দিতে পারে আবার নিতেও পারে।
‘দেশ তোমার জন্য কী করেছে সেটা একজন সেনাকর্মী ভাবে না, বরং সে দেশের জন্য কী করতে পারবে সেটাই তার একমাত্র লক্ষ্য’- শাহরুখের মুখে পাঠান ছবির এই সংলাপ ইতিমধ্যেই ভাইরাল।
উল্লেখ্য, সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। [সূত্র : হিন্দুস্তান টাইমস]
৬ কেজি ওজন কমালেন ঢাকাই সিনেমার নায়িকা দীঘি

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিপ্রায় এক বছর ধরে চেষ্টা করছেন ওজন কমানোর। সেটার ফলাফলও পেয়েছেন হাতে-নাতে। দীঘি বলেন, গত জন্মদিন থেকে চেষ্টা করছি সে সময় চার কেজি কমেছিলাম। সম্প্রতি আরও দুই কেজি কমিয়ে মোট ছয় কেজি ওজন কমেছে।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই নায়িকা আরো বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল, চেষ্টা ছিল। সেটারই ফল পেয়েছি। গত কয়েক মাসে যেখানেই গেছি ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যার জন্য হয়তো পেরেছি। আরও দুই কেজি কমার পর সেটা ধরে রাখলেই আমার চলবে।’
কিছুদিন আগে দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।
পরে বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফী। রাফী দীঘির শরীর নিয়েও কথা বলেন। ভক্ত ও নেতিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন।
তবে দীঘি এবার ওজন কমিয়ে সবাইকে চমকে দিলেন। শিগগিরই আরটিভির ওয়েব সিরিজ ‘ফেরা’র কাজ শুরু করবেন বলে জানান দীঘি।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয় ২০২১ সালে। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জিফাইভ

বাংলাদেশে আর ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জিফাইভ।বর্তমান সময়ে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ ২০১৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে।
বাংলাদেশি তারকাদের নিয়ে জমকালো এক আয়োজনে প্রতিশ্রুতি দেয়, বিশ্বজুড়ে দর্শকের কাছে বাংলাদেশি কনটেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার।এবার বাংলাদেশে ব্যবসা শুরুর সাড়ে তিন বছরের মাথায় জানাল দুঃসংবাদ। দেশ থেকৈ ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এক মেইল বার্তার মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট। বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান।
এদিকে জিফাইভের বার্তায় বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।’
সালমানকে দেখতে ভক্তের কান্ড: সাইকেলে পাড়ি ১১০০ কিলোমিটার

বলিউড ভাইজান নামে পরিচিত সালমান খান। অভিনয় জীবনে ভক্তদের অনেক ভালোবাসাই পেয়েছেন সাল্লু। সেই ভালোবাসর পাল্লায় এবার যুক্ত হলো আরও এক ভক্তের ব্যাতিক্রমি ভালোবাসা।
ভাইজানকে এক ঝলক দেখার জন্য ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ওই ভক্ত। আর এত দূর পথ নিজে সাইকেল চালিয়ে এসেছেন এই ভক্ত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান সালমান খানের ভক্ত সমীর। আর এ যাত্রায় দীর্ঘ ১১০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে এসে পৌঁছান তিনি।
এসময় সালমান খান বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাইরে আসেন। সেই ভক্তের সঙ্গে কথা বলেন এবং ছবিও তোলেন। আর সেসব ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হয়েছে ভাইরাল।
উল্লেখ্য, সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল। এছাড়া আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার অভিনীত আলোচিত সিনেমা টাইগার সিরিজের সিকুয়াল ‘টাইগার থ্রি’।
মন্তব্য