শিরোনাম
গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ, আবেদন বুধবার পর্যন্ত
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কোনো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসেনি। এরপরও পুনর্নিরীক্ষণের আবেদনকারী কোনো শিক্ষার্থী যদি চান, তাহলে তাঁদের ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ দেবে কর্তৃপক্ষ। এ জন্য আগে পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে কেউ চাইলে উত্তরপত্র দেখতে আগামী বুধবারের মধ্যে আবেদন করতে হবে।
আজ রোববার দেশের ২২টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাছিম আখতার এই তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য নাছিম আখতার বলেন, কাল সোমবার থেকে আগামী বুধবার, মোট তিন দিন নির্দিষ্ট মেইল ঠিকানায় উত্তরপত্র দেখার জন্য আবেদন করা যাবে। ফিরতি ই–মেইলে উত্তরপত্র দেখানোর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
উপাচার্য নাছিম আখতার আরও বলেন, আবেদন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বরাবর করতে হবে। আবেদন পাঠাতে হবে uzzal@cse.jnu.ac.bd এই ই–মেইলে। উত্তরপত্র দেখানো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উত্তরপত্র সরাসরি দেখতে কোনো ফি দেওয়া লাগবে না।
গুচ্ছ পরীক্ষার ওএমআর দেখতে পারবেন ভর্তিচ্ছুরা
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হয়েছে। একই সাথে বৃত্ত ভরাট সংক্রান্ত ভুল হওয়া ওএমআর শিটের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারো ফলই পরিবর্তন হয়নি। এমনকি বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলেরও সমাধান হয়নি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পরপরই আবেদনকৃত শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাটের জন্য মোট আবেদনের করেছিলেন এক হাজার ১৬৩ জন। এর মধ্যে এ ইউনিটে ৬৮৬ জন, বি ইউনিটে ২৪৫ জন এবং সি ইউনিটে ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের জন্য ভর্তিচ্ছুদের দুই হাজার টাকা পরিশোধ করতে হয়েছিল। তবে আবেদকৃতদের কারোই ফল পরিবর্তন হয়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃত্ত ভরাটের কারণে বাতিল হওয়া ওএমআরগুলো চার কারণে দেখা হয়নি। এর মধ্যে প্রথমটি হলো- কোনো শিক্ষার্থী ওএমআর শিটে সেট কোড না লিখলে সেই ওএমআর দেখা হয়নি। দ্বিতীয়ত কেউ যদি সেট কোড একবার লিখে পরবর্তীতে সেটি কেটে অন্য আরেকটি সেট কোড পূরণ করে তাহলে সেটিও দেখা হয়নি। তৃতীয়ত ওএমআর শিটের রোল নম্বর, সেট কোড অথবা কোনো কিছু ঘষামাজা করলে সেই ওএমআরও দেখা হয়নি। শেষ কারণ হিসেবে তারা জানিয়েছেন কোনো শিক্ষার্থী ওএমআর শিটে তার রোল নম্বর না লিখলে সেই ওএমআরও দেখা হয়নি।
এদিকে ফল চ্যালেঞ্জ ও বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমআর শিট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। এজন্য ইমেইলের মাধ্যমে একটি আবেদন করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ কমিটির এক সদস্য বলেন, আগামীকাল সোমাবার (১২ সেপ্টেম্বর) ওএমআর দেখার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে বুধবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে। ওএমআর শিট দেখার জন্য uzzal@cse.jnu.ac.bd মেইল ঠিকানায় আবেদন করতে হবে। ফিরতি ইমেইলে ওএমআর শিট দেখানোর দিনক্ষণ জানিয়ে দেয়া হবে। আবেদপত্র অবশ্যই টেকনিক্যাল কমিটির কনভেনার বরাবর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ওএমআর শিট দেখতে হবে।
জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।
এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।
অক্টোবরের মধ্যে ৪০তম বিসিএসের ক্যাডারদের নিয়োগ
৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি চার বছর আগে প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাঁচ মাস ১০ দিন আগে পিএসসি নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করলেও এখনও নিয়োগ দিতে পারেনি সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবরের মধ্যে নিয়োগ সম্পন্ন হতে পারে।
সূত্র জানায়, ৪০তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন প্রতিবেদন এখনো হাতে পায়নি তারা। এ জন্য নিয়োগ দিতে দেরি হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে বেশি সময় লেগেছে। এবার কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের কাজ মাঠপর্যায়ে শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে আসেনি। অক্টোবর মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা দেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। ২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়।
এরপর করোনা মহামারি শুরু হলে ৪০তম বিসিএসের কার্যক্রমে বিঘ্ন ঘটে। গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। পাঁচবার মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের পর গত ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এই বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
রাবি ভর্তি পরীক্ষার তৃতীয় মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটের অন্তর্গত বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে থেকে শুন্য আসনের ভিত্তিতে তৃতীয় মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।
নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।
এরআগে, গত ২৮ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় মেধা ও অপেক্ষামান তালিকা প্রকাশিত হয়।
নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।
এরআগে, গত ২৮ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় মেধা ও অপেক্ষামান তালিকা প্রকাশিত হয়।
জেনে নিন মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা
মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ৫ টাকার নোটের খুচরা সমস্যার কারণে স্টেশন কেন্দ্রিক ভাড়ার পার্থক্য ১০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাড়া সংক্রান্ত এসব তথ্য জানায় ডিটিসিএ। এক স্টেশন থেকে অপর স্টেশনের ভাড়া কত হবে তা বিস্তারিত আকারেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ডিসেম্বর মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সে অনুসারে উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর ১১; মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১১ নম্বর থেকে দিয়াবাড়ির ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর ১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিয়াবাড়ি থেকে মতিঝিল ও কমলাপুরের ভাড়া ১০০ টাকা। টিএসসি ও সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। কারওয়ানবাজার ও শাহবাগের ভাড়া ৮০ টাকা। ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। আগারগাঁওয়ের মতো বিজয় স্মরণীরও ভাড়া ৬০ টাকা।
দিয়াবাড়ি, উত্তরা সেন্টার ও সাউথ স্টেশনের আশপাশের এলাকা বসতি নেই এখনও। এমআরটি-৬-এর এই প্রথম তিন স্টেশন বাদে বাকি ১৪টিতে যাত্রীর চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। পল্লবী থেকে বিজয় স্মরণীর ভাড়া ৪০ টাকা। ফার্মগেটের ভাড়া ৫০ টাকা। মিরপুর ১১ থেকে ফার্মগেটের ভাড়া ৪০ টাকা। মিরপুর ১০ থেকে ফার্মগেট ৩০ টাকা।
ঢাকায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। সড়ক পথে মিরপুর ১০ থেকে ফার্মগেটের দূরত্ব ৬ দশমিক ৭ কিলোমিটার। ভাড়া ১৬ টাকা। একই দূরত্বে মেট্রোরেলে ভাড়া ৩০ টাকা।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারতের কলকাতায় মেট্রোরেলের ভাড়া ৫ থেকে ২৫ রুপি এবং দিল্লিতে ১০ থেকে ৬০ রুপি। মেট্রোরেলের ১৭টি স্টেশনের একটি থেকে আরেকটির ভাড়া ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ ও ১০০ টাকা। মেট্রোরেল আইন অনুযায়ী ভাড়া নির্ধারণ করেছে ডিটিসিএর নির্বাহী পরিচালকের নেতৃত্বাধীন ৭ সদস্যের কমিটি।
তবে স্টেশনে টিকিট কেনার সুযোগ রাখলেও স্মার্ট কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। মেট্রোরেলের নির্মাণকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, নভেম্বর থেকে স্মার্টকার্ড পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
ডিটিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্ট কার্ডে ভ্রমণ করলে ভাড়ায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছিলেন মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। সর্বোচ্চ ১০০ টাকা। এ বছর আগারগাঁও পর্যন্ত ও আগামী বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে কমলাপুর অংশ চালু হবে আশা করা হচ্ছে।
এদিকে, মেট্রোরেলের ভাড়া নিয়ে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা চলছে। অনেকের অভিমত, দেশে প্রতিবেশী দেশ ও বাসের তুলনায় ভাড়া বেশি। আবার কেউ কেউ বলছেন, ভাড়া বেশি হলেও নির্ধারিত সময়ে যানজটমুক্ত ভ্রমণের নিশ্চয়তা রয়েছে মেট্রোরেলে। ট্রেনও শীতাতপ নিয়ন্ত্রিত। মতিঝিল থেকে উত্তরার এসি বাসে ভাড়া ১০০ টাকা। মেট্রোরেলেও তাই।
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১৪ টাকা ও কিলোমিটার প্রতি ভাড়া সাড়ে ৩ টাকা করার দাবী জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’। নিম্নবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে মতিঝিল পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা করার দাবীও জানায় সংগঠনটি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য