ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে এখনও দুই মাস বাকি। তবে তার আগেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। একই দল খেলবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। সেই দলে বেন স্টোকসকে রাখেননি কোচ ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট অধিনায়কের জায়গা না পাওয়ার কারণ তার চোট।
স্টোকসের চোট এতটাই গুরুতর যে বাঁ পায়ে লাগবে অস্ত্রোপচার। যার কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন তিনি। এ বছর দ্বিতীয়বারের মতো তার হ্যামস্ট্রিং ছিঁড়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে গত আগষ্টে দ্য হানড্রেডে একই চোট পান ৩৩ বছর বয়সী ব্যাটার।
স্টোকসের ছিটকে যাওয়ার বিষয়ে এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) লিখেছে, কমপক্ষে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচার হবে ডারহাম অলরাউন্ডারের পায়ে।
সামনে আরো শক্ত হয়ে ফিরে আসবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন হতাশ স্টোকস। তিনি লিখেছেন, ফিরে আসতে কিছু করতে হবে…তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। দল এবং এই জার্সির জন্য আরো রক্ত, ঘাম ও অশ্রু ঝরানোর বাকি আছে। নিজের শরীরে ফিনিক্সের ছবি ঠিক এ কারণেই এঁকেছি। সব কিছুকে পেছনে ফেলে মাঠেই দেখা হবে।