The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

সুলতান’স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে: ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইশুতে তিনি জানান দেন তার নিজস্ব মতামত। এবার তিনি আলোচিত সুলতান’স ডাইন নিয়ে কথা বলেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘সুলতান ডাইন, একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। সম্প্রতি একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল, কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনও যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনও এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না।’

WhatsApp Image 2023-03-10 at 2-57-34 PM

অভিনয়ের পাশাপাশি ওমর সানী নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট-এর একাধিক শাখা রয়েছে তার। সানী মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।

ওই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতা’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না। সত্যের পক্ষে আছি আর মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. সুলতান’স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে: ওমর সানী

সুলতান'স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে: ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইশুতে তিনি জানান দেন তার নিজস্ব মতামত। এবার তিনি আলোচিত সুলতান’স ডাইন নিয়ে কথা বলেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘সুলতান ডাইন, একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। সম্প্রতি একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল, কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনও যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনও এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না।’

WhatsApp Image 2023-03-10 at 2-57-34 PM

অভিনয়ের পাশাপাশি ওমর সানী নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। 'চাপওয়ালা' নামের একটি রেস্টুরেন্ট-এর একাধিক শাখা রয়েছে তার। সানী মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।

ওই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতা’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না। সত্যের পক্ষে আছি আর মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন