The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

অনুশীলনে একা মেসি, ফিট আছেন তো?

লিওনেল মেসি দলের সাথে থাকলেও তাকে অনুশীলনে দেখা যাচ্ছিল না। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে আর্জেন্টাইন শিবিরের অফিসিয়াল অনুশীলন ছিলো শুক্রবার। সেখানে মেসির অনুপস্থিতি ভাবাচ্ছিলো ভক্ত-সমর্থদকদের।

মেসির চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, সেটা ইতোমধ্যে জানা হয়ে গেছে অনেকেরই। তবে তার চোটের অবস্থা আসলে কী? কতটা গুরুতর? শুধু কি সতর্কতার জন্যই তার এই বিশ্রাম?

দেখা গেছে, শনিবার দোহার কাতার বিশ্ববিদ্যালয়ে হালকা ওয়ার্কআউট করেছেন মেসি। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন মেডিকেল অফিসার জাভিয়ের হার্নান্দেজ।

শুক্রবার যদিও দলীয় অনুশীলনে ছিলেন না। তবে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, স্পেশাল প্রোগ্রামের অংশ হিসেবে সেদিন জিমে কাটিয়েছেন মেসি। শনিবার করেছেন হালকা অনুশীলনও।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনা। লিওনেল মেসির দল টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.