The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

২৫তম বছরে পদার্পণ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

মাভাবিপ্রবি প্রতিনিধি: ২৫ তম বছরে পদার্পণ করলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালের ১২ই অক্টোবর ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সন্তোষে দেশের ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে মাভাবিপ্রবি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৭১একর জায়গার উপর দাঁড়িয়ে আছে।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামানুসারে এর নামকরণ করা হয়। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০০২ সালের ২১ নভেম্বর অধ্যাপক ড. মোঃ ইউসুফ শরীফ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথম নিয়োগ পান। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – বিভাগ দুটি নিয়ে এর দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২০ বিভাগে প্রায় ৬হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

মো.জাহিদ হোসেন/

You might also like
Leave A Reply

Your email address will not be published.