মোবাইল ফোন চুরি করে পালানোর সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই চোরকে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। আটক দুই চোর হলেন- রাজশাহীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার শাহিন আহমেদ ধ্রুব (২০) এবং রাজশাহীর কোর্ট স্টেশনের মো. ফয়সাল (২০)।
রোববার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের পাশে এ ঘটনা ঘটে।
হাতেনাতে দুই চোরকে আটকের পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদেরকে মারধর করেন। দুজনকে শহীদ জিয়াউর রহমান হলের অতিথি কক্ষে আটকে রাখা হয়। এ সময় মোবাইল ফোন চোরদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রক্টরিয়াল বডি তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মোবাইল ফোন চুরি করে পালানোর সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে। খবর পেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা তাদেরকে উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করি। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।