The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সীমান্ত হত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে : পররাষ্ট্রসচিব

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা যে সঙ্গতিপূর্ণ নয়, তা ভারতের পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্রসচিব জানান, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি বৈঠকে সীমান্তহত্যা নিয়ে আলোচনা করেছেন। সে সময় সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় বলে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।

মো. জসীম উদ্দিন জানান, বৈঠকে বলা হয়েছে সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। অন্যদিকে ভারত বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ রয়েছে।

পররাষ্ট্রসচিব সে সময় ভারতের প্রতিনিধি দলকে জানিয়েছেন, বাংলাদেশ কোনো অপরাধ সমর্থন করে না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন জানাবে না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা তারা বলছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার যে অঙ্গীকার, সে বিষয়ে ভারত যেন শ্রদ্ধাশীল থাকে।

এর আগে, সংক্ষিপ্ত সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.