The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আদালত সূত্র।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সাবেক এই মন্ত্রী নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে এমন অভিযোগে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। এ অবস্থায় খন্দকার মোশাররফ হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্টসহ অনুসন্ধান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে ফরিদপুরের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন মোশাররফ। ২০১৫ সালে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে তাকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.