ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

মেডিকেলের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৩ ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক
মেডিকেলের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু মঙ্গলবার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল রোববার (১২ মার্চ)। এবার মেডিকেল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আবেদন শুরু হবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে।

রোববার (১২ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে একহাজার টাকা পরিশোধ করে এ আবেদন করা যাবে। আগামী ২২ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনও প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। ১ম SMS: GME <Space> RSC<Space>Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space> RSC< Space > 1116000 ) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME< Space > RSC<Space>YES< Space > 3699) ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবির সাবেক শিক্ষার্থী বাবার ছেলে মেডিকেলে প্রথম

    নিজস্ব প্রতিবেদক
    ১২ মার্চ, ২০২৩ ২১:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবির সাবেক শিক্ষার্থী বাবার ছেলে মেডিকেলে প্রথম

    ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাফসান জামান।

    ছেলের এমন কৃতিত্বে আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী বাবা একেএম শামসুজ্জামান। রাফসানের বাবা নিজেও রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পড়ালেখা করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামে চাকরি করছেন।

    রাফসানরা এক ভাই এক বোন। বড় বোন সাদিয়া ইবনাত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক শেষ করেছেন।

    শামসুজ্জামান বলেন, আমাদের ছেলে মেধাবী সেটি আমরা নিশ্চিত। কিন্তু এতো ভালো ফলাফল করবে সেটা আমরা নিশ্চিত ছিলাম না। ছেলে মেডিকেলে প্রথম হয়েছে শুনে আমি অবাক হয়েছি। পড়ালেখার প্রতি তার যে মনোযোগ সেটিই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।

    ফল প্রকাশের পর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাফসান জানিয়েছেন, মোবাইল ফোনের প্রতি কোনোভাবেই আসক্ত ছিলেন না তিনি। পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। এইচএসসি পরীক্ষা শেষে কোচিং সেন্টারের কিছু তথ্য আদান প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহার করতেন।

    তিনি আরো বলেন, বর্তমান জেনারেশন মোবাইল ফোনে আসক্ত হয়েছে। যার কারণে পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে মনোযোগী হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

    নিজের সফলতা সম্পর্কে রাফসান বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে কনফিডেন্স ছিল কিন্তু প্রথম হবো এটা ভাবিনি। প্রথম যখন রেজাল্ট শুনেছিলাম তখন বিশ্বাস হয়নি। দুপুরের পর কোচিং থেকে ফোন করে রেজাল্ট জানানো হয়। প্রথমে বিশ্বাস হয়নি। পরে নিজের চোখে রোল নম্বর দেখে বিশ্বাস করি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অভাবে কলেজ যেতে না পারা এমরান মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন

      নিজস্ব প্রতিবেদক
      ১২ মার্চ, ২০২৩ ২১:১৮
      নিজস্ব প্রতিবেদক
      অভাবে কলেজ যেতে না পারা এমরান মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন

      চার বোনের মাঝে তিনি ভ্যানচালক বাবার একমাত্র ছেলে। মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্যই তিনি প্রথম ঢাকায় যান। এর আগে কখনও তার ঢাকায় যাওয়ার সুযোগ হয়নি। বলছি এমরান হোসেনের কথা। লক্ষ্মীপুরের ছেলে এমরান এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অর্থের অভাব আছে সত্য তবে পরিবারের ভালোবাসায় চিকিৎসক হওয়ার যাত্রায় আরো একধাপ এগিয়ে গেলেন এমরান হোসেন।

      রোববার (১২ মার্চ) মেডিকেলে ভর্তির ফলাফল ঘোষণা করা হয়। এতে তিনি ৪৭৯তম স্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

      এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকার ভ্যানচালক মো. ইউসুফের ছেলে। বিজ্ঞান বিভাগ নিয়ে হাজিরহাট মিল্লাত একাডেমি থেকে এসএসসি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে তিনি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

      বাড়ি থেকে জেলা শহরে লক্ষ্মীপুর সরকারি কলেজে যাতায়াত খরচ বহন করা সম্ভব হতো না এমরানের পরিবারের। এতে তিনি কলেজে নিয়মিত যেতে না পারলেও সকল পরীক্ষায় ভালো ফলাফল করতেন বলে জানান তার শিক্ষকরা।

      এমরান হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছেন। মেডিকেলে ভর্তির সুযোগের খবর পেয়ে তার বাবা-মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। বাবা-মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই ফলাফল পাওয়ার পরপরই তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

      চরকাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফতেখার মাহমুদ শিবলু বলেন, এমরান আমার প্রতিবেশী। খুব সাদামাটা জীবন তার। সম্পূর্ণ নিজের মেধা ও চেষ্টা দিয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। মেডিকেলে ভর্তির জন্য সবাই কোচিংয়ের জন্য হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু এমরান কারও কাছে কোচিং অথবা প্রাইভেটও পড়েনি। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে এ সুযোগটি তার জন্য পৃথিবী জয়ের আনন্দে পরিণত হয়েছে।

      উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. রিয়াজ বলেন, এমরান আমার প্রতিবেশী। সে খুব গরিব ঘরের সন্তান। আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থী। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে সে তার স্বপ্নের এক ধাপ এগিয়ে গেছে। সবার কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মেডিকেলে দ্বিতীয় হয়েছেন আনন্দমোহন কলেজের আসিফ

        নিজস্ব প্রতিবেদক
        ১২ মার্চ, ২০২৩ ১৭:১০
        নিজস্ব প্রতিবেদক
        মেডিকেলে দ্বিতীয় হয়েছেন আনন্দমোহন কলেজের আসিফ

        এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন আসিফ রহমান নিহাল। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আসিফের বাড়ি নেত্রকোনায়।

        আসিফ ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাবার নাম মো. মিজানুর রহমান। তিনি একজন সরকারি চাকরিজীবী। নিহালের মায়ের নাম আফরোজা বেগম। তিনি একজন শিক্ষিকা।

        রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

        পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

        মন্ত্রী জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন।

        উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মেডিকেলে প্রথম রাফসানকে নিয়ে দুই কোচিং সেন্টারের ‘টানাটানি’

          নিজস্ব প্রতিবেদক
          ১২ মার্চ, ২০২৩ ১৬:৪৩
          নিজস্ব প্রতিবেদক
          মেডিকেলে প্রথম রাফসানকে নিয়ে দুই কোচিং সেন্টারের ‘টানাটানি’

          এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এতে সর্বচ্চ নম্বর ৯৪.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামে এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।

          ফলাফল প্রকাশের পরপরই প্রথম হওয়া রাফসান জামানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে মেডিকেলভিত্তিক একাধিক কোচিং সেন্টার। রেটিনা, উন্মেষ তাদের ফেসবুক পেজে রাফসানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে।

          রাফসান জামানের ছবিযুক্ত রেটিনা কোচিং সেন্টারের ভর্তি ফরমের ছবি দিয়ে প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। রাফসান জামান। মেডিকেল মেধাস্থান : ১ম। তার রোল- ৩৬৮১১৪’

          অন্যদিকে উন্মেষের ফেসবুক পেজের পোস্টেও রাফসানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে। তাদের পোস্টে বলা হয়েছে, এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষিয়ানদের অবাক করা সাফল্য।

          এ বিষয়ে রেটিনা কোচিং সেন্টারের ম্যানেজার জামাল উদ্দিন বলেন, রাফসান আমাদের চট্টগ্রাম শাখার নিয়মিত শিক্ষার্থী ছিল। প্রতিনিয়ত আমাদের কোচিংয়ে ক্লাস করেছে। সুতরাং তাকে অন্য কোচিংয়ের শিক্ষার্থী দাবি করার কোনো সুযোগ নেই।

          রেটিনার ম্যানেজার জামাল উদ্দিন আরো বলেন , প্রতি বছরই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এমনটি হয়ে থাকে। অনেক কোচিংই এমন দাবি করে। আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে রাফসান আমাদের নিয়মিত শিক্ষার্থী, অন্য কোথাও হয়ত সে শেষ মুহূর্তে মডেল টেস্ট দিয়ে থাকতে পারে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত