The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫

মাঠে ফিরবেন কবে, জানালেন সৌম্য

ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। তাই বিপিএলে এখনও খেলার সুযোগ পাননি এই টাইগার ওপেনার। ইনজুরি কাটিয়ে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিলেও পুরো ফিট হতে আরও কিছু সময় লাগবে সৌম্যের।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিপিএলের ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’

মাঠে ফেরায় কোনো তাড়াহুড়ো করতে চান না জানিয়ে তিনি আরও বলেন, ‘চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে।’

সৌম্য বলেন, ‘ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।’

চিকিৎসকের পরামর্শ মেনেই মাঠে নামতে চান সৌম্য। তিনি বলেন, ‘পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.