The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

নিটার প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিট এরেনা-২০২২ রোবোটিক্স কম্পিটিশনে ১ম বার অংশ গ্রহনে আনপ্রেডিক্টেবল সাফল্যের দেখা পেয়েছে নিটারের সকার রোবট “রোবটবিট-০১”।

বিট এরেনা-২০২২ এর সকার রবোট সেগমেন্টে আইইউবি এর সকার রোবট এবং বুয়েটের সকার রোবটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে নিটার থেকে অংশ নেয়া “রোবটবিট-০১”। কোয়ার্টার ফাইনালে হোস্ট নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সকার রোবটের কাছে পরাজিত হয়ে নক আউট পর্ব থেকে বিদায় নেই “রোবটবিট-০১”।

উল্লেখ্য বিট এরেনা-২০২২ এর বিভিন্ন সেগমেন্টে নিটার থেকে মোট ছয়টা রোবট অংশ নেয়। যাদের মধ্যে সকার রোবট সেগমেন্টে “রোবটবিট-০১”, “রোবটবিট আলফা” ও “রোবটবিট ৩৬৯”। রবো রেস এ “রোবটবিট গামা” ও “রোবটবিট বুলেট কার”, বট রেসিং এ “রোবটবিট” অংশগ্রহণ করে।

“রোবটবিট-০১” টীমের অনেকেরই অফলাইন রোবোটিক্স কম্পিটিশনে প্রথম বার এবং কয়েকজনের দ্বিতীয় বার অংশগ্রহণ ছিল। একারনেই “রোবটবিট-০১” এর এই সাফল্য সকলের কাছে অনুপ্রেরণার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

নিটার প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিট এরেনা-২০২২ রোবোটিক্স কম্পিটিশনে ১ম বার অংশ গ্রহনে আনপ্রেডিক্টেবল সাফল্যের দেখা পেয়েছে নিটারের সকার রোবট “রোবটবিট-০১”।

বিট এরেনা-২০২২ এর সকার রবোট সেগমেন্টে আইইউবি এর সকার রোবট এবং বুয়েটের সকার রোবটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে নিটার থেকে অংশ নেয়া “রোবটবিট-০১”। কোয়ার্টার ফাইনালে হোস্ট নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সকার রোবটের কাছে পরাজিত হয়ে নক আউট পর্ব থেকে বিদায় নেই “রোবটবিট-০১”।

উল্লেখ্য বিট এরেনা-২০২২ এর বিভিন্ন সেগমেন্টে নিটার থেকে মোট ছয়টা রোবট অংশ নেয়। যাদের মধ্যে সকার রোবট সেগমেন্টে “রোবটবিট-০১”, “রোবটবিট আলফা” ও “রোবটবিট ৩৬৯”। রবো রেস এ “রোবটবিট গামা” ও “রোবটবিট বুলেট কার”, বট রেসিং এ “রোবটবিট” অংশগ্রহণ করে।

“রোবটবিট-০১” টীমের অনেকেরই অফলাইন রোবোটিক্স কম্পিটিশনে প্রথম বার এবং কয়েকজনের দ্বিতীয় বার অংশগ্রহণ ছিল। একারনেই “রোবটবিট-০১” এর এই সাফল্য সকলের কাছে অনুপ্রেরণার।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন