ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ১৪ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

জাবি দর্শন সংসদের ভিপি রাসেল, জিএস সিফাত

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৬
নিজস্ব প্রতিবেদক
জাবি দর্শন সংসদের ভিপি রাসেল, জিএস সিফাত

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ছাত্র সংসদের ২০২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী রাসেল আকন্দ, সাধারণ সম্পাদক (জিএস) ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী রফিকুল ইসলাম সিফাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৭ নাম্বার রুমে শেষ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকাল তিনটা পর্যন্ত চলে।

অন্যান্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সৌরভ হাসান সহ সা. সম্পাদক, ওয়াসিফ জাহিন ইলাহি কোষাধ্যক্ষ,

আসিফ মাহমুদ ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সহ সম্পাদক আজিজুল হাকিম আকাশ, মাহবুবা সুলতানা সাহিত্য বিষয়ক সম্পাদক, কামরুল হাসান রামীম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক শেখ অম্লান আহমেদ প্রাচুর্য, নাফিসা রুশদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,

নাহিদ চৌধুরি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শিমুল আখতার গবেষণা ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন।

ছাত্র সংসদ দর্শন বিভাগের শিক্ষা সহায়ক সকল প্রকারের কার্যক্রম ফলপ্রসূ করাই এ সংসদের প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হবে। শিক্ষা সহায়ক কার্যক্রম বলতে বিভাগের প্রবেশিকা অনুষ্ঠানের আয়োজন, নবীনবরন অনুষ্ঠান আয়োজন, স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন, বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ , দেশে ও বিদেশে শিক্ষা সফর ও বনভোজন , দর্শন বিষয়ে পাঠ চক্র গঠন, দর্শন বিষয়ে প্রকাশনা, সেমিনার সিম্পোজিয়াম , বিতর্ক সংগঠন করা, বিতর্ক অনুশীলনসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ , সমাজকল্যাণমূলক কর্মকান্ড দর্শন বিভাগের এই ছাত্র সংসদ পরিচালনা করবে।

উল্লেখ্য, দর্শন ছাত্র সংসদের নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেছেন দর্শন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ ও নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মো. জহির রাইহান, অধ্যাপক ড. মোঃ শওকত হোসেন ও অধ্যাপক মাহমুদা আখন্দ। এবারের ছাত্র সংসদ নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে নির্বাচন করেছেন মোট ৫৪ জন প্রার্থী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চবির নতুন উপাচার্য হচ্ছেন ড. ইয়াহ্ইয়া আখতার

    নিজস্ব প্রতিবেদক
    ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৪৭
    নিজস্ব প্রতিবেদক
    চবির নতুন উপাচার্য হচ্ছেন ড. ইয়াহ্ইয়া আখতার

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তবে এ নিয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়নি।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ফোনে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ইয়াহ্ইয়া। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চবির নতুন উপাচার্য হওয়ার বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন।’

    এ সময় তিনি বলেন, ‘ফোনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। বলতে গেলে বহু সময় লাগবে। শিক্ষা উপদেষ্টা বলেছেন আপনাকে আমরা চবির উপাচার্য হিসেবে পছন্দ করেছি। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সব ধরনের সাহায্য, সহযোগিতা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে থেকে করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিক্ষার মান আরও বাড়ানো যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’

    অধ্যাপক ইয়াহ্ইয়া চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৯৮২ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাভাবিপ্রবিতে ভাসানীর মাজার জিয়ারত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের

      নিজস্ব প্রতিবেদক
      ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৪
      নিজস্ব প্রতিবেদক
      মাভাবিপ্রবিতে ভাসানীর মাজার জিয়ারত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের

      মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও শিক্ষার্থীদের সাথে মত-বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

      ১২ই সেপ্টেম্বর (বৃহস্প্রতিবার) ২০২৪ইং, সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মত-বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

      মত-বিনিময় সভায় দেশের বিভিন্ন বিষয় ও দেশকে কিভাবে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

      এর আগে বিকাল ৪টায় টাঙ্গাইলের পৌর উদ্যানে ছাত্র-নাগরিক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন সারজিস আলম ও প্রতিনিধি দল।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আজাদী উৎযাপনে জবিতে কাওয়ালি অনুষ্ঠান

        নিজস্ব প্রতিবেদক
        ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১১
        নিজস্ব প্রতিবেদক
        আজাদী উৎযাপনে জবিতে কাওয়ালি অনুষ্ঠান

        জবি প্রতিনিধি: জুলাই গণবিপ্লবের বিজয় উৎযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

        বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

        কাওয়ালি প্রোগ্রামে চারটি দল কাওয়ালি পরিবেশন করেন। তারা হলেন নিমন্ত্রণ, সাওয়ারী, সিলসিলা ও উস্তাদ নাদিম কাওয়ালের দল।

        প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান 'ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ' পরিবেশন করা হয়।

        আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে সাংস্কৃতিক সন্ত্রাস চালিয়েছে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আজকের কাওয়ালি অনুষ্ঠান হলো সেই স্বাধীনতার বহিঃপ্রকাশ। আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঈদ উৎসব।

        বিশ্বিবদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন আহমেদ বলেন, স্বৈরাচারী সরকারের আমলে শিক্ষার্থীরা কাওয়ালী আয়োজন করতে পারেনি। বিগত বছরগুলোতে কাওয়ালী আয়োজন করতে গেলে তাদের হামলার শিকার হতে হয়েছে। জুলাই গণবিপ্লবের পর যে স্বাধীনতা আমরা পেয়েছি। সেটিকে উদযাপন করতেই এই কাওয়ালী প্রোগাম এর আয়োজন করা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

          নিজস্ব প্রতিবেদক
          ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪২
          নিজস্ব প্রতিবেদক
          নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

          ঢাবি প্রতিনিধিঃ ফ্যাসিবাদের দোসর সকল সিন্ডিকেট সদস্যের পদত্যাগ এবং পূর্বের সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব ব্যাক্তিদের নিয়ে নিয়মানুগ উপায়ে নতুন ঢাবি সিন্ডিকেট গঠনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

          ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

          এসময় শিক্ষার্থীরা বলেন দুঃখজনক হলেও সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 'সিন্ডিকেট' ফ্যাসিবাদের দোসরদের সংখ্যাগরিষ্ঠতায় পুষ্ট। গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সেসময় ছাত্র

          জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হলকে বন্ধ ঘোষণা করা হযেছিল এই সিন্ডিকেটের মাধ্যমে।

          ফলে ঢাবি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার এক উন্মত্ত অথৈ সাগরে পতিত হযেছিল।

          বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্যরা বরাবরই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত রাখার স্বার্থে একের পর এক শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত দিয়ে গিয়েছে । সুতরাং এ সকল ব্যক্তিদের সিন্ডিকেট সদস্য থাকার কোন নৈতিক অধিকার নাই। অনতিবিলম্বে এ সকল সদস্যতেলকে পদত্যাগ করতে হবে।

          বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন গত ১৫ জুলাই আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের রক্তাক্ত করেছিল তবুও এই সিন্ডিকেট কমিটি আমাদের পাশে দাঁড়ায় নি।যারা আমাদের ভাইদের রক্ত দেখার পর ও চুপ করে বসে ছিল আমরা তাদের পদত্যাগ চাই।

          এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান ফাহাদ বলেন আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারবোনা। যে সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনকে রক্তাতে পরিণত করেছিল কিন্ত তাদের বিরুদ্ধে ঢাবি সিন্ডিকেট কোনো ব্যবস্থা নেয়নি সে সিন্ডিকেট সদ্যসদের আমরা এই স্বাধীন ক্যাম্পাসে আর দেখতে চাইনা।নতুন সিন্ডিকেট গঠনের বিষয়ে জানতে চাইলে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ দ্যা রাইজিং ক্যাম্পাসকে বলেন আমরা নতুন সিন্ডিকেট গঠনের জন্য আজ উপাচার্য বরাবর স্মারকলিপি দেবো। আমরা দল মত বুঝিনা আমরা শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট কমিটি চাই

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত