The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবি দর্শন সংসদের ভিপি রাসেল, জিএস সিফাত

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ছাত্র সংসদের ২০২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী রাসেল আকন্দ, সাধারণ সম্পাদক (জিএস) ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী রফিকুল ইসলাম সিফাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৭ নাম্বার রুমে শেষ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকাল তিনটা পর্যন্ত চলে।

অন্যান্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সৌরভ হাসান সহ সা. সম্পাদক, ওয়াসিফ জাহিন ইলাহি কোষাধ্যক্ষ,

আসিফ মাহমুদ ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সহ সম্পাদক আজিজুল হাকিম আকাশ, মাহবুবা সুলতানা সাহিত্য বিষয়ক সম্পাদক, কামরুল হাসান রামীম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক শেখ অম্লান আহমেদ প্রাচুর্য, নাফিসা রুশদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,

নাহিদ চৌধুরি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শিমুল আখতার গবেষণা ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন।

ছাত্র সংসদ দর্শন বিভাগের শিক্ষা সহায়ক সকল প্রকারের কার্যক্রম ফলপ্রসূ করাই এ সংসদের প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হবে। শিক্ষা সহায়ক কার্যক্রম বলতে বিভাগের প্রবেশিকা অনুষ্ঠানের আয়োজন, নবীনবরন অনুষ্ঠান আয়োজন, স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন, বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ , দেশে ও বিদেশে শিক্ষা সফর ও বনভোজন , দর্শন বিষয়ে পাঠ চক্র গঠন, দর্শন বিষয়ে প্রকাশনা, সেমিনার সিম্পোজিয়াম , বিতর্ক সংগঠন করা, বিতর্ক অনুশীলনসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ , সমাজকল্যাণমূলক কর্মকান্ড দর্শন বিভাগের এই ছাত্র সংসদ পরিচালনা করবে।

উল্লেখ্য, দর্শন ছাত্র সংসদের নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেছেন দর্শন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ ও নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মো. জহির রাইহান, অধ্যাপক ড. মোঃ শওকত হোসেন ও অধ্যাপক মাহমুদা আখন্দ। এবারের ছাত্র সংসদ নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে নির্বাচন করেছেন মোট ৫৪ জন প্রার্থী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.