চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ (৪ জানুয়ারি) বৃহস্পতিবার। এবার ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও দুটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
অনলাইনে এ আবেদন চলবে ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দেওয়া যাবে ভর্তির আবেদন ফি।
ভর্তির যোগ্যতাঃ যেসব শিক্ষার্থীর বাংলাদেশের অনুমদিত যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চমাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট বা অনুষদ বা বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তির যোগ্যতা আছে, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। শুধু তারাই আবেদন করতে পারবেন।
দ্বিতীয়বার পরীক্ষায় ৫ নম্বর যেভাবে কর্তনঃ শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে ৫ নম্বর কাটা যাবে। ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৩ সালের উচ্চমাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষের মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ সর্বমোট (MCQ+SSC & HSC) বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণিতক + ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আবেদনপ্রক্রিয়াঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।