গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি।
আজ বুধবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির ভার্চুয়াল এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যুক্ত ছিলেন। সভা শেষে উপস্থিত একজন উপাচার্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্ট থেকে রুল জারির একদিন পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে গত সোমবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুবেল মিয়া, সাকিব আহমেদ ও আলভী নামে তিন শিক্ষার্থী। রিটে বিবাদী করা হয় শিক্ষা সচিব, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যকে।
মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রিট আবেদনকারীদের মাইগ্রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।