ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: যুবক গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালীঃ নোয়াখালীল সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে,শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর গা ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকা চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মে‌সিদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বিকেলে দূতাবাস উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২
    নিজস্ব প্রতিবেদক
    মে‌সিদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বিকেলে দূতাবাস উদ্বোধন

    তিন দিনের রাষ্ট্রিয় ষফরে মেসিদের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্বকাপজয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের আজ প্রথম দিন বিকেলে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। বনানীতে আর্জেন্টিনার মিশন উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া  ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে।

    বনানীতে মিশন উদ্বোধন করার পর এই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

    মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বিকল্প মার্কেট খুঁজতে হচ্ছে। এজন্য আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি করতে চাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে একটা এমওইউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

    তিন দিনের সফর শেষ করে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী ১ মার্চ ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন বলে জানা গেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওপর আলোকপাত করে আইএসডি’র আয়োজনে ‘ইনক্লুশন সিম্পোজিয়াম’

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৮
      নিজস্ব প্রতিবেদক
      বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওপর আলোকপাত করে আইএসডি’র আয়োজনে ‘ইনক্লুশন সিম্পোজিয়াম’

      বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওপর আলোকপাত করে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইনক্লুশন সিম্পোজিয়াম’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি। আগামী ৩ মার্চ, শুক্রবার আইএসডি ক্যাম্পাসে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। সিম্পোজিয়ামে অংশগ্রহণমূলক কর্মশালা ও সংলাপের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জানার সুযোগ পাবেন।

      অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইনক্লুশন এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং স্বনামধন্য বক্তা, লেখক ও ইউরোপীয় ইউনিয়নের উপদেষ্টা ড্যানিয়েল সোবেল

      ইনক্লুশন সিম্পোজিয়ামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনের ওপর আলোকপাত করা হবে; পাশাপাশি, দেশের স্কুলগুলোতে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি কীভাবে বাড়ানো যায়, সে সম্পর্কে আলোচনা করা হবে।

      শিক্ষার্থীদের জ্ঞানের বিস্তৃতি, তাদের সক্ষমতা বৃদ্ধি করার, পাশাপাশি অন্তর্ভুক্তির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা একসাথে জানার এবং এ সম্পর্কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, এটা তাদের পেশাগত পর্যায়ে উন্নয়নের সুযোগ তৈরি করবে; বিশেষ করে, যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সিম্পোজিয়াম। সিম্পোজিয়ামে সেশন পরিচালনা করবেন অ-লাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সিম্পোজিয়ামে অংশগ্রহণে আগ্রহীদের https://lnkd.in/gArQe_Mm এ লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাইকেলের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৫
        নিজস্ব প্রতিবেদক
        সাইকেলের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

        জয়পুরহাটের  বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মাহফুজার রহমান (৪৪) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার  (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট কালাইয়ের পাঁচশিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজার রহমান কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

        জানা যায়, মাহফুজার তার এলাকা থেকে ভাগ্নে আরিফুলকে নিয়ে মোটরসাইকেলে চড়ে কালাই বাজার যাচ্ছিলেন। আর বাইসাইকেল চালক মুকুল হোসেন পাঁচশিরা এলাকার একটি তেলের পাম্প থেকে বের হয়ে আসছিলেন। এসময় মোটরসাইকেলটির সঙ্গে বাইসাইকেলের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এছাড়া বাইসাইকেলের চালক ফুটপাতের মাটির ওপরে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালকের মাথায় প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান।

        মোটরসাইকেলের আরোহী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মা-মেয়েকে বেঁধে টিকটক: মূল হোতা গ্রেফতার

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          মা-মেয়েকে বেঁধে টিকটক: মূল হোতা গ্রেফতার

          গিয়াস উদ্দিন রনি, নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

          শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

          বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

          উল্লেখ্য, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ইদ্রিসদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণিপড়ুয়া মেয়ে কুসুম আক্তারকে জিল্লুর তার লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় গত বুধবার ২২ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত