১ অক্টোবর শুরু চবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২২-২৩ সেশনের ক্লাস শুরু হবে অক্টোবরের ১ তারিখ হতে।
একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে, ৩.৮.২০২৩ তারিখে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভার ২নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাশ শুরুর তারিখ আগামী ১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ থেকে নির্ধারণ করা হয়েছে।
বশেমুরবিপ্রবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৭ সেপ্টেম্বর

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
গতকাল ৩সেপ্টেম্বর রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
উক্ত অফিস আদেশে বলা হয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষের ( সম্মান) ক্লাস আগামী ১৭.০৯.২০২৩ তারিখ থেকে শুরু হবে। ক্লাস শুরু করার জন্য বিভাগসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।
পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নিজ নিজ বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন একঝাঁক নবীন শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে দেখা যায় তাদের প্রাণবন্ত পদচারণা। তাদের চোখেমুখে স্বপ্ন ছোঁয়ার অনুভূতি। প্রতিবছর উচ্চ মাধ্যমিক পেরিয়ে আসা কয়েক লাখ শিক্ষার্থী ভর্তিযুদ্ধের মাধ্যমে জ্ঞান অর্জনের লক্ষ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রবেশ করে।
অনুভূতি প্রকাশ করে ইঞ্জিনিয়ারিং অনুষদের নবীন শিক্ষার্থী মো: রকি বলেন, ক্যাম্পাস লাইফের প্রথম দিন সত্যিই ভালো লাগছে। বিভাগ থেকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আমাদের বিভাগের বড় ভাইদের সাফলতার গল্প শুনেছি । যা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ক্যাম্পাসে অনেকগুলো ভবনের কাজ চলতেছে এগুলো দ্রুত শেষ হলে ভালো ক্লাসরুম, ল্যাবরুম ও ভালো একটা পরিবেশ পাবো। সবকিছু নিয়ে ভালোই লাগছে।
অনুভূতি প্রকাশ করে ব্যবসা প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী তকী শাহরিয়ার শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আমার জন্য স্মরণীয় একটি দিন। প্রথম দিনটি কখনো ভুলার নয়। আমি আমার ক্যাম্পাস নিয়ে অনেক গর্বিত যদিও আমার ক্যাম্পাস অন্য ক্যাম্পাসের তুলনায় ছোট। তবুও আমার যা আছে তা নিয়ে আমি অনেক খুশি। আমার ক্যাম্পাসের মনোমুগ্ধকর দৃশ্য পরিকল্পিতভাবে নির্মাণাধীন ভবন সব মিলিয়ে ক্যাম্পাসটি দারুন সুন্দর। বিশ্ববিদ্যালয় প্রথম দিনে অনেক সিনিয়র ভাই এবং টিচারদের সাথে নতুনভাবে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। সেই সাথে বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের সহপাঠী পেয়েও আরো ভালো লাগলো অনেকের সাথে পরিচিত হতে পারলাম। সব মিলিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, বড় ভাইয়ারা এবং ডিপার্টমেন্টে আমার সিনিয়র ভাইদের যৌথ প্রচেষ্টায় দিনটি আরো সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজারের বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার রাতে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর এক কর্মকর্তা বুধবার মধ্য রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা অনেক রাতে টেলিটককে ফল প্রস্তুত করে পাঠিয়েছি। তারা ফল প্রকাশ করবে ও প্রার্থীদের এসএমএস পাঠাবেন। তাদের প্রস্তুতির একটি বিষয় আছে।
টেলিটক ফল প্রকাশ করলে নির্ধারিত লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।
প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ২০৯

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তিনটি (এ, বি ও সি) ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। ভর্তি শেষে এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ২৭-২৯ আগস্ট তিন দিন স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছের ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।
মন্তব্য