The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪

সরকারি ফেলোশিপ পাচ্ছেন চবির ২১৫ শিক্ষার্থী

সারওয়ার মাহমুদ, চবিঃ ২০২১-২২ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় “বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ” হতে বিশেষ গবেষণা অনুদান প্রদানের তালিকা প্রকাশিত করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। মনোনীত সবাই গবেষণার জন্য ৫৪০০০/- টাকা করে বরাদ্দ পাবেন। এটি শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ন গবেষনা অনুদানগুলোর একটি। ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ ডিপার্টমেন্টের ২১৫ জন শিক্ষার্থী এই ফেলোশিপটি পেতে যাচ্ছেন। রসায়ন বিভাগ থেকে এবছর সর্বোচ্চ ৩৬জন মনোনীত হয়েছেন। উল্লেখ্য যে বিগত অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ ডিপার্টমেন্টের ১৫১ জন শিক্ষার্থী এই ফেলোশিপটি পেয়েছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.