The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

শীতকালীন ছুটিসহ ১২ দিনের ছুটিতে ইবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীতকালীন, সাপ্তাহিক ছুটিসহ ১২ দিনের ছুটিতে যাচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু করে আগামী ৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।

তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অফিসসমূহ এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ চলবে বলে জানা গেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র আরো জানিয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১০ দিন ও বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাসে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি চলাকালে আবাসিক হলসমূহ খোলা থাকবে। ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.