The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি জবি শিবির সভাপতির

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: ইকবাল হোসেন শিকদার বলেছেন, “আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই।” আজ রোববার (১০ নভেম্বর) পুরান ঢাকার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে মো: ইকবাল হোসেন বলেন, “সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দায়িত্বশীল সাংবাদিকতা করবেন এবং পেশায় স্বচ্ছতা বজায় রাখবেন। আমরা আপনাদের পরামর্শ নিয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও জানান, শাখা শিবিরের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের সমস্যার সমাধানকে শিবিরের মূল কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থাকতে চাই এবং যেকোনো সমস্যায় ইতিবাচক সাড়া দিতে চাই।”

আবাসন সমস্যার বিষয়ে এক প্রশ্নের উত্তরে শাখা শিবিরের সভাপতি জানান, “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। হলের বিষয়ে প্রশাসনের সাথেও আলোচনা করব।”

নারীদের সম্পৃক্ততা বিষয়ে তিনি বলেন, “আমরা অন্যান্য সংগঠনের মতো মেয়েদের ব্যবহার করতে চাই না। আল্লাহর বিধান অনুযায়ী, সরাসরি নারীদের সম্পৃক্ত করা সম্ভব নয়, তবে প্রাচীরের বাইরে থেকে তাদের অধিকার নিশ্চিত করতে চাই।”

সভাটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন দাওয়া সম্পাদক মো: আরিফুল ইসলাম। এরপর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জবি শাখা শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দরা। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে পরামর্শ দেন উপস্থিত সাংবাদিকরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.