The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচার’, স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নিন্দা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র ও কাল্পনিক অপপ্রচারে’ গভীর ক্ষোভ প্রকাশ করেছে দেশের শিক্ষক কর্মচারীদের বৃহৎ জোট ‘স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন’।

শুক্রবার বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

সভায় বক্তারা বলেন, সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। অতিমারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত। যে মুহূর্তে শিক্ষামন্ত্রী চরম বিপর্যস্ত এই খাতকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে মুহূর্তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ের সঙ্গে নিজের ও পরিবারের কোনরূপ সম্পৃক্ততা না থাকা সত্বেও তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এতে শুধু শিক্ষামন্ত্রীই নন প্রকারন্তে সরকারের ভাবমর্যাদাও ক্ষুণ্ন করা হচ্ছে।

এ সময় বক্তারা এহেন মিথ্যাচারের তীব্র নিন্দা জানান এবং শিক্ষাকে জাতীয়করণসহ এ ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে একটি টেকসই শিক্ষা ব্যবস্থার জন্য মন্ত্রী যে লড়াই করে যাচ্ছেন তাতে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন সর্বদা তার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর হোসেন, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এ কে এম মোকসেদুর রহমান, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আবু নাইম মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরায়েজি, স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, স্বাশিপ কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.