The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

টিআরসি রিপোর্টঃ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে কমিটি কেন বিলুপ্ত করা হলো, সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।

তবে এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে মারধর করা হয়। মারধরকারীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) অনুসারী বলে জানা গেছে। তাছাড়া গত চার বছরে বিভিন্ন সময়ে গ্রুপিং, সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণ, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাসহ নানা ঘটনায় সমালোচিত হয়েছে এই কমিটি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এর আড়াই বছর পর বিলুপ্ত ঘোষণা করা হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

টিআরসি রিপোর্টঃ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে কমিটি কেন বিলুপ্ত করা হলো, সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।

তবে এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে মারধর করা হয়। মারধরকারীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) অনুসারী বলে জানা গেছে। তাছাড়া গত চার বছরে বিভিন্ন সময়ে গ্রুপিং, সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণ, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাসহ নানা ঘটনায় সমালোচিত হয়েছে এই কমিটি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এর আড়াই বছর পর বিলুপ্ত ঘোষণা করা হলো।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন