The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩

শাহরুখ পাঠানে আমার চুলের স্টাইল নকল করেছে

শাহরুখ খানের পাঠান নিয়ে একেকজনের একেক মত! তবে বিগ বসখ্যাত অভিজিৎ বিচুকলে যা বলল, তা আকাশ থেকে পড়ার মতো। বিগ বসের ঘরে বিচুকলে অনেক উল্টাপাল্টা কাজ করে ইতোপূর্বে সমালোচনার জন্ম দিয়েছেন। সালমান খান থেকে বিগ বসের সকলেই তাঁর কড়া সমালোচনা করেন।

এখন সেই বিচুকলের মুখেই শাহরুখ খানের সমালোচনা!

সম্প্রতি মিডিয়ার কাছে এই বিগ বসের প্রাক্তন প্রতিযোগী দাবি করে বলেন, ‘শাহরুখ আমার চুলের স্টাইল বিগ বসে দেখেছিল। আর সেটাকেই পাঠানে কপি করেছে। আমি কি খেল দেখিয়েছিলাম, তা শাহরুখও জানে। লোক তো বলছে, পাঠানের শাহরুখকে আমার মতো দেখতে। যেটা আমার জন্য ইতিবাচক ব্যাপার।’

বিচুকলে আরো বলেন, ‘আমার আগে সঞ্জুবাবার এই লুকটা ছিল। তারপর আমি করি। আর এখন শাহরুখ খান আমাকে কপি করছে।’

প্রসঙ্গত, এই অভিজিৎ বিচুকলে নিজেকে অভিনেতা, লেখক, গায়ক, কবি হিসেবে দাবি করে থাকেন।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের পাঠান সিনমার।

পাঠাম দিয়েই পাঁচ বছর পর বড় পর্দায় ফিরবেন তিনি। তবে ছবি নিয়ে উঠেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে এই সিনেমার গান বেশরম রং নিয়ে, যাতে গেরুয়া বিকিনি পরে আছেন দীপিকা। অনেকেরই মত, হিন্দুদের পবিত্র রংকে অমর্যাদা করছে শাহরুখ খানের ছবি। হিন্দুত্বের দোহাই দিয়ে তাই অনেকেই ছবি বয়কটের ডাক দিয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. শাহরুখ পাঠানে আমার চুলের স্টাইল নকল করেছে

শাহরুখ পাঠানে আমার চুলের স্টাইল নকল করেছে

শাহরুখ খানের পাঠান নিয়ে একেকজনের একেক মত! তবে বিগ বসখ্যাত অভিজিৎ বিচুকলে যা বলল, তা আকাশ থেকে পড়ার মতো। বিগ বসের ঘরে বিচুকলে অনেক উল্টাপাল্টা কাজ করে ইতোপূর্বে সমালোচনার জন্ম দিয়েছেন। সালমান খান থেকে বিগ বসের সকলেই তাঁর কড়া সমালোচনা করেন।

এখন সেই বিচুকলের মুখেই শাহরুখ খানের সমালোচনা!

সম্প্রতি মিডিয়ার কাছে এই বিগ বসের প্রাক্তন প্রতিযোগী দাবি করে বলেন, ‘শাহরুখ আমার চুলের স্টাইল বিগ বসে দেখেছিল। আর সেটাকেই পাঠানে কপি করেছে। আমি কি খেল দেখিয়েছিলাম, তা শাহরুখও জানে। লোক তো বলছে, পাঠানের শাহরুখকে আমার মতো দেখতে। যেটা আমার জন্য ইতিবাচক ব্যাপার।’

বিচুকলে আরো বলেন, ‘আমার আগে সঞ্জুবাবার এই লুকটা ছিল। তারপর আমি করি। আর এখন শাহরুখ খান আমাকে কপি করছে।’

প্রসঙ্গত, এই অভিজিৎ বিচুকলে নিজেকে অভিনেতা, লেখক, গায়ক, কবি হিসেবে দাবি করে থাকেন।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের পাঠান সিনমার।

পাঠাম দিয়েই পাঁচ বছর পর বড় পর্দায় ফিরবেন তিনি। তবে ছবি নিয়ে উঠেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে এই সিনেমার গান বেশরম রং নিয়ে, যাতে গেরুয়া বিকিনি পরে আছেন দীপিকা। অনেকেরই মত, হিন্দুদের পবিত্র রংকে অমর্যাদা করছে শাহরুখ খানের ছবি। হিন্দুত্বের দোহাই দিয়ে তাই অনেকেই ছবি বয়কটের ডাক দিয়েছে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন