The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন আব্দুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। বুধবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর ক্যাম্পাসে গিয়ে যোগাদান করেন। আগামী ৫ বছর দায়িত্বপালন করবেন তিনি।

আজ বুধবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি উপ-রেজিস্ট্রার ড. ‍মো. আবু হানিফ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পৌঁছালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

পরে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে উপচার্য বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেষ “হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এস. এম. এহসান কবীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন আব্দুর রশীদ

আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন আব্দুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। বুধবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর ক্যাম্পাসে গিয়ে যোগাদান করেন। আগামী ৫ বছর দায়িত্বপালন করবেন তিনি।

আজ বুধবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি উপ-রেজিস্ট্রার ড. ‍মো. আবু হানিফ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পৌঁছালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

পরে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে উপচার্য বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেষ “হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এস. এম. এহসান কবীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন