The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে৷

তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে। জনস্বার্থে আদেশ জারি করা হলো বলে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ’র মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর উপাচার্যের রুটিন দায়িত্ব পান ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেন। তবে নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। ফলে পদোন্নতি ও শিক্ষা কার্যক্রম সচলের দাবিতে নতুন উপাচার্য নিয়োগের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে৷

তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে। জনস্বার্থে আদেশ জারি করা হলো বলে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ'র মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর উপাচার্যের রুটিন দায়িত্ব পান ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেন। তবে নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। ফলে পদোন্নতি ও শিক্ষা কার্যক্রম সচলের দাবিতে নতুন উপাচার্য নিয়োগের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

পাঠকের পছন্দ

মন্তব্য করুন