The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫

বিআরটিসিতে বিশাল নিয়োগ, নেবে ১৪১ জন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে।

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান)।

পদের সংখ্যা: ১৪১টি।

আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

পদটিতে যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, বরিশাল ও ঝালকাঠি। তবে দেশের সকল জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ২০২৩ সালের ৩ জুলাই ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। তবে উল্লেখ থাকে যে অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ৩ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.