The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪

বাঙলা কলেজে দুইদিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’ আরম্ভ

বাঙলা কলেজ প্রতিনিধি: সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। মেলা শেষ হবে আগামী ২২ মার্চ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, শিক্ষার্থীদের কৌতূহল মনকে প্রস্ফুটিত করতে প্রতিবছর এ ধরণের মেলার আয়োজন হবে।

বিজ্ঞানভিত্তিক এ মেলায় একাধিক স্টল বসেছে। যার মধ্যে রয়েছে কলেজের একাধিক (গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ কয়েকটি) বিভাগ। বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রথম দিনে আয়োজন করেছে পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ। সমাপনী দিনে মেলায় থাকবে রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম ও আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।

মেলার তত্ত্বাবধানে রয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ। এ ছাড়া, সার্বিক সহযোগিতায় কাজ করেছে সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.