The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সংখ্যা ২৯ হাজারেরও বেশি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৯০ টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২০ জন।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সর্বোচ্চ আবেদন পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

আজ শনিবার ভর্তির টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৩৫০ জন,সেই হিসেবে আসন প্রতি আবেদন সংখ্যা প্রায় ২৯ টি। মানবিক বিভাগের ‘খ’ ইউনিটে ৫৯০টি আসনের পরিবর্তে ৯৩৩৮ জন আবেদন করেছে এবং প্রতি আসনের জন্য প্রায় ১৬ জন আবেদন করেছে। বাণিজ্য শাখার শাখার ‘গ’ ইউনিটে ৩০০ আসনের জন্য আবেদন সংখ্যা ৪ হাজার ৭৫৩ টি,প্রতি আসনের জন্য আবেদন প্রায় ১৬টি। এবছর ৫০০ টাকা দিয়েই বিভাগ পরিবর্তনসহ ৩ ইউনিটে আবেদন করতে পেরেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আগামি ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ বলেন, গুচ্ছের ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বা পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছে।সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার ৩১৬ জন আবেদন করেছে যা অন্যান্য সমমানের বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি।এবারও জিপিএ’র উপর কোনো মার্ক থাকবে না বরিশাল বিশ্ববিদ্যালয়।তাই,ভর্তিতে গুচ্ছে মার্কের উপর গুরুত্ব অনেক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.