The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজির কোরাল মাছ, ২৮ হাজারে বিক্রি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ উপজেলার নাফ নদে এক জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ঘোলার চর এলাকার জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে বিক্রি করে দেন।

জেলে আবুল ফয়েজ বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদে নৌকা নিয়ে মাছ ধরা নিষেধ। তাই সকালে বড়শি ফেলেন। ২০ মিনিট অপেক্ষার পর বড়শিতে মাছ আটকরা পড়ে। মাছ তুলে আনতে অন্য একজন সহায়তা করেন।

আবুল ফয়েজ আরও বলেন, কয়েক দিন ধরেই নাফ নদে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। আমার বড়শিতে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম। পরে মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ঘোলার চরে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলাল বলেন, আমি মাছটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার মাছ বাজারে নিয়ে যাই। ভাই ভাই ফিশিং আড়তের মালিক মোহাম্মদ আমিনের কাছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করেছি। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদের মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.