The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

এখনও ২৮০ আসন শূন্য ঢাবির ‘ঘ’ ইউনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদে আরও ২৮০টি শূন্য আসন রয়েছে। এসব আসনে ভর্তি সাক্ষাৎকারের জন্য প্রার্থী আহবান করে দ্বিতীয়বারের মতো বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৬ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির প্রাপ্ত তথ্যমতে, ‘ঘ’ ইউনিটে মোট শূন্য আসন সংখ্যা ২৮০টি। এতে বিজ্ঞানের ১৫০টি, ব্যবসায় শিক্ষায় ১১৭টি এবং মানবিকে ১৩টি আসন শূন্য রয়েছে। আগামী শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে সাক্ষাৎকার শুরু হবে।

এতে ‘ক’ ইউনিটে ১২৭৬ থেকে ১৭০০ মেধাক্রম পর্যন্ত, ‘খ’ ইউনিটে ৯৩ থেকে ৩০০ মেধাক্রম পর্যন্ত এবং ‘গ’ ইউনিটে ৭০৩ থেকে ১০০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহবান করা হয়েছে।

কোন বিভাগে কতটি আসন খালি আছে তা আগামী বৃহস্পতিবারের (২০ জানুয়ারি) অনলাইনে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে ডিন অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, ‘ঘ’ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুযায়ী খালি আসনসমূহ পূরণ করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে সাক্ষাৎকার বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, যারা উক্ত সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হবে, তাদের কোনক্রমেই বিষয় পরিবর্তন করা হবে না।

সাক্ষাৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, Subject Choice Form যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে তার ডাউনলোডকৃত কপি (উভয়পৃষ্ঠা) আনতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. এখনও ২৮০ আসন শূন্য ঢাবির ‘ঘ’ ইউনিটে

এখনও ২৮০ আসন শূন্য ঢাবির ‘ঘ’ ইউনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদে আরও ২৮০টি শূন্য আসন রয়েছে। এসব আসনে ভর্তি সাক্ষাৎকারের জন্য প্রার্থী আহবান করে দ্বিতীয়বারের মতো বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৬ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির প্রাপ্ত তথ্যমতে, ‘ঘ’ ইউনিটে মোট শূন্য আসন সংখ্যা ২৮০টি। এতে বিজ্ঞানের ১৫০টি, ব্যবসায় শিক্ষায় ১১৭টি এবং মানবিকে ১৩টি আসন শূন্য রয়েছে। আগামী শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে সাক্ষাৎকার শুরু হবে।

এতে ‘ক’ ইউনিটে ১২৭৬ থেকে ১৭০০ মেধাক্রম পর্যন্ত, ‘খ’ ইউনিটে ৯৩ থেকে ৩০০ মেধাক্রম পর্যন্ত এবং ‘গ’ ইউনিটে ৭০৩ থেকে ১০০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহবান করা হয়েছে।

কোন বিভাগে কতটি আসন খালি আছে তা আগামী বৃহস্পতিবারের (২০ জানুয়ারি) অনলাইনে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে ডিন অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, ‘ঘ’ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুযায়ী খালি আসনসমূহ পূরণ করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে সাক্ষাৎকার বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, যারা উক্ত সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হবে, তাদের কোনক্রমেই বিষয় পরিবর্তন করা হবে না।

সাক্ষাৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, Subject Choice Form যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে তার ডাউনলোডকৃত কপি (উভয়পৃষ্ঠা) আনতে হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন