ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২২ ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক
ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম ফয়সালকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল। এছাড়া সংগঠনটির সাবেক সভাপতি শাহিনুর ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক এইচ এম বুলবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমেও এ তথ্য জানা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রেজওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জিম।

আগামী একবছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ফরাসিরাও চান বিশ্বকাপ মেসির হাতে উঠুক!

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:১২
    নিজস্ব প্রতিবেদক
    ফরাসিরাও চান বিশ্বকাপ মেসির হাতে উঠুক!

    রোববার রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ফ্রান্স। এবার তৃতীয় এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের দুয়ারে কিলিয়ান এমবাপ্পেরা।

    অন্যদিকে লিওনেল মেসিরাও মুখিয়ে আছেন বিশ্বকাপ জয়ে। সবশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ৩২ বছর কেটে গেছে। দীর্ঘ দিনের সেই শিরোপার খরা এবার মেটাতে চান মেসিরা।

    কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। যে কারণে অধিকাংশ ফুটবলপ্রেমিই চান এবার মেসি শিরোপা জিতুক। শুধু আর্জেন্টাইনরাই নন, অনেক ফরাসি নাগরিকও চান মেসি শিরোপা জিতুক।

    এমনটি জানিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ে ক্লোদ দেশ বলেছেন, ‘আমি জানি আর্জেন্টিনার বিশ্বব্যাপী অনেক ভক্ত-সমর্থক আছে। কিছু ফরাসি সম্ভবত এটা আশা করে যে লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু আমরা করব।’
    প্রতিপক্ষ আর্জেন্টিনা নিয়ে ফ্রান্সের কোচ বলেন, ‘আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও ফাইনাল পর্যন্ত এসেছে।’

    ফাইনাল নিয়ে দেশ বলেন, ‘ম্যাচ নিয়ে আমার বিশেষ কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। যখন আপনি এ ধরনের ম্যাচের জন্য প্রস্তুত হবেন, আপনাকে সব সময় মনোযোগ ধরে রাখতে হবে এবং সংযত থাকতে হবে।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে-ইবি ভিসি

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ ডিসেম্বর, ২০২২ ১৮:১৮
      নিজস্ব প্রতিবেদক
      খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে-ইবি ভিসি

      ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়। তিনি আরো বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় আন্তরিকতার প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে এমন বন্ধন সব সময় অটুট থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি।

      শনিবার (১৭ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন।

      পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। অতিথিবৃন্দ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সমিতি ও হলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন।

      উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে। ছাত্রী হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আর্জেন্টিনার স্ট্রাইকার স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে, যেতে হলো হাসপাতালে!

        নিজস্ব প্রতিবেদক
        ১৬ ডিসেম্বর, ২০২২ ২২:৩৯
        নিজস্ব প্রতিবেদক
        আর্জেন্টিনার স্ট্রাইকার স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে, যেতে হলো হাসপাতালে!

        আগামী রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্র্যান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলটির তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ়ের স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন সাথে করে বোনকেও নিয়েছিলেন।

        সেখানে সব কিছু ঠিকঠাক চলছিল। খাদ্য-পানীয়সহ পার্টি ভালোই উপভোগ করছিলেন অগাস্টিনা। হঠাৎ বুঝতে পারেন পানীয়র সঙ্গে শক্ত কিছু একটা তার গলায় চলে গেল। এরপর স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে ছুটতে হল লাউতারোকে।

        পরে দেখা যায় পানীয়র বোতলের মধ্যে ছিল একাধিক কাচের টুকরো। অগাস্টিনা বুঝতে পারেন তার গলাতেও চলে গিয়েছে কাচের টুকরো। বড় বিপদ আশঙ্কায় বোনকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যান লাউতারোর স্ত্রী। তাদের সঙ্গে ছিলেন অগাস্টিনার বোনের প্রেমিকও। নাইটক্লাব থেকে দ্রুত হাসপাতালে পৌঁছান তারা।

        বড় বিপদ এড়ানো গেলেও সংশ্লিষ্ট নৈশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লাউতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কীভাবে ভাঙা কাচের টুকরো এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

        হাসপাতালে যাওয়ার আগে যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনার দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন লিওনেল মেসিসহ সকলেই।

        উল্লেখ্য কাতার বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি লাউতারো। চলতি বিশ্বকাপে এখনও কোনো সাফল্য পাননি আর্জেন্টিনার হয়ে ৪৫ ম্যাচে ২১ গোল করা এই স্টাইকার।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মরক্কো-ক্রোয়েশিয়া তৃতীয় সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামছে কাল

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ ডিসেম্বর, ২০২২ ১৯:২৮
          নিজস্ব প্রতিবেদক
          মরক্কো-ক্রোয়েশিয়া তৃতীয় সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামছে কাল

          কাতার বিশ্বকাপের পর্দা নামছে আগামী রোববার, ১৮ ডিসেম্বর। সেদিন ফাইনাল খেলবে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। তার আগে ফাইনালে ওঠার লড়াইয়ে পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

          আগামী শনিবার দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। যেখানে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে ইতিহাস গড়া অ্যাটলাস লায়ন্স মরক্কো।

          চলতি বিশ্বকাপে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত এফ’ গ্রুপে নিজেদের মধ্যকার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছিল দল দুটি।

          নকআউট রাউন্ডে শেষ ষোলোয় জাপান ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল লুকা মদ্রিচের দল। তবে প্রথম সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায়।

          অন্যদিকে নকআউট রাউন্ডে শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে হারানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমিরা। তবে সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে আফ্রিকার দেশটির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

          এই দুই দল বিশ্বকাপের আগে অতীতে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ সালের প্রীতি টুর্নামেন্টের সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল। পরে ক্রোয়াটরা টাইব্রেকারে ৭-৬ গোলে পরাজিত করেছিল মরক্কোকে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত