পেহেলগাম হামলা নিয়ে ক্ষোভ
পাকিস্তানকে প্রকাশ্যে গালিগালাজ করলেন অক্ষয় কুমার

পেহেলগাম কাণ্ড নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন। এবার সরাসরি পাকিস্তানকে কটূ ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে চলছে দেশাত্মবোধক ছবি ‘কেসরী চ্যাপ্টার ২’। সেই ছবির প্রদর্শনে শনিবার হঠাৎ এক প্রেক্ষাগৃহে হাজির হন অক্ষয়। ছবি শেষ হয়ে যাওয়ার পরে দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি।
সেখানেই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে পেহেলগাম প্রসঙ্গ। যেখানে প্রকাশ্যেই পাকিস্তানকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন অক্ষয়।
অভিনেতা দর্শকদের বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে। আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি।”
‘কেসরী ২’-তে শত্রুদের ইংরেজি ‘ফ’ অক্ষরের গালি দিয়েছেন অক্ষয়। পাকিস্তানের ক্ষেত্রে সেই একই শব্দ ব্যবহার করতে চান বলে জানান তিনি। অভিনেতা বলেন, “ওই জঙ্গিদের একটাই কথা বলতে চাই, যা আমি এই ছবিতে বলেছি।”
মুক্তি পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "বাইক ট্র্যাপ"

কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মোটরসাইকেলের প্রতি আসক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "বাইক ট্র্যাপ"-এর গল্প। নির্মাতা শুভংকর পাল জানান, "সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই উঠতি বয়সের তরুণদের আত্মহত্যার ঘটনা দেখতে পাই। পরিবারের সাথে অভিমান করে মোটরসাইকেল না পাওয়ায় অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এই বিষয়টি আমাকে প্রচণ্ড রকমভাবে আবেগতাড়িত করে। সাম্প্রতিক সময়ে আমার গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় আমি দ্রুত সিদ্ধান্ত নিই—তরুণদের সচেতন করতে চলচ্চিত্রের মাধ্যমেই কাজ করব। এখান থেকেই 'বাইক ট্র্যাপ' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যাত্রা শুরু।"
পাঁচালী প্রডাকশন-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের ট্রেইলার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন *মো. জাহিদুল ইসলাম, মো. নয়ন মোল্যা, সাকিল সিকদার, হৃদয় খন্দকার, মো. হাবিব ও পারভেজ হোসেন*-এর মতো তরুণ শিল্পীরা।
নির্মাতার পরিকল্পনা রয়েছে, চলচ্চিত্রটি অনলাইনে প্রকাশের আগে প্রথমে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করার। সামাজিক সচেতনতাকে প্রাধান্য দিয়ে তৈরি এই চলচ্চিত্রটি কতটা আলোড়ন তুলতে পারে, তা নিয়েই এখন উৎসুক দর্শকসমাজ।
মৃত্যুশয্যায় বাবার পাশে না থাকায় স্ত্রীকে ‘বয়কট’ করলেন হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এদিকে, জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি।
এর আগে, বাবার মৃত্যু খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনদিন দেখতে আসেনি।
আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম আরও উল্লেখ করেন, রিয়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই মায়ামনি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা।
একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম।
সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটিবেঁধে বেশ কিছু কাজ করছেন হিরো আলম।
ছোট পোশাক পরলেই মা খারাপ না, এটা আমার ছেলে জানুক: প্রিয়াঙ্কা

টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন প্রিয়াঙ্কা সরকার। সাহসী পোশাক কিংবা খোলামেলা দৃশ্য অভিনয় করে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
ব্যক্তিজীবনে এক সন্তানের মা এই অভিনেত্রী, বিষয়গুলোকে কিভাবে দেখেন? ভারতীয় এক সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বললেন, “আগে এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলত। কিন্তু এখন আমাকে আর এগুলো প্রভাবিত করে না। স্যোশাল মিডিয়ায় মানুষ এখন খুব গুরুত্ব পেতে চান। তাদের মনে হয়, একটা নেতিবাচক মন্তব্য করলে তার পরিবর্তে আরো বেশ কয়েকটা মন্তব্য করবেন অন্যরা, ফলস্বরূপ তার রিচ বাড়বে। একটা পোস্ট করলে চারটা বাজে কমেন্টের সঙ্গে ছয়টা ভালো কমেন্টও আসে। আমি ভালো কমেন্টগুলোকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তাতে আমি ভালো থাকি। তবে চোখে সবই পড়ে, পোশাক থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই তারা মন্তব্য করেন।”উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, “আমাকে অনেকে মন্তব্য করেছিলেন, ‘একজন মা হয়ে এই ধরনের পোশাক কীভাবে পরতে পারে? বা বোল্ড ফটোশুট কীভাবে করতে পারেন?’ আমি কী পোশাক পরলাম সেটা দিয়ে তো মানুষটা কীরকম তা বিচার করা যেতে পারে না। আমার মনে হয়, আমি মা বলেই নির্দ্বিধায় আরো বেশি করে বোল্ড ফটোশুট সামনে আনব। কারণ আমার ছেলের জানা দরকার ছোট জামা বা একটা বোল্ড পোশাক পরেছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না। সে যদি নিজের মাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তবেই বাইরে অন্য কোনো মহিলা সেই ধরনের পোশাক পরলে তাকে অসম্মান করবে না, সহজেই তাকে একটা তকমা দিয়ে দেবে না। আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকু সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি।”
প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি, খুব ঈশ্বরভক্ত। আসলে জীবন কখনো মসৃণ না। সেখানে অনেক ওঠাপড়া। এটা মেনে নিতে হবে, সেটা না থাকলেই বরং জীবন পানসে। কাজের জায়গা বলুন কিংবা সম্পর্ক, এই ওঠাপড়া না থাকলে একটা সময়ের পর আপনিও একঘেয়েমিতে ভুগবেন। এই ওঠাপড়া থেকে ভালো দিকটা আপনি নেবেন, না কি মন্দ দিকের ধাক্কায় অবসাদে ডুবে যাবেন, তা আপনার উপর নির্ভর করছে।”
অভিনেত্রীর কথায়, “আমি অন্তত এই ওঠাপড়া থেকে ভালোটাই নেওয়ার চেষ্টা করি। খুব দুঃখের সময় আশায় বুক বেঁধেছি, এরপর ভালো কিছু হবে, হয়েছেও। খারাপ সময় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি, কীভাবে ওই সময় অতিক্রম করতে হয়। কোনো মানুষের জীবনে শুধু খারাপ বা শুধু ভালো হয় না। লড়াইটা চালিয়ে যেতে হবে। খারাপ সময় আসলে মনে মনে বলি, এই সময়টাও কেটে যাবে। এই বিশ্বাস আঁকড়েই পথ চলছি। আমার অনুরাগীদেরও সেই বার্তাই দেব, ধৈর্য ধরতে হবে।”
ব্যক্তিজীবনে প্রিয়াঙ্কা ভালোবেসে বিয়ে করেছেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান। বিয়ে-বিচ্ছেদ থেকে আবার সংসারে ফেরা— সব কিছু নিয়েই ব্যাপক আলোচিত এই দম্পতি।
ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এদিকে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণার পর নিজের আসনে এমপি পদ দাবি করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেন তিনি। নিজের স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে । হিরো আলম ঢাকা ১৭ বগুড়া ৪ ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি।
হিরো আলমের এই স্ট্যাটাসে প্রচুর মন্তব্য লক্ষ্য করা গেছে। বেশিরভাগ নেটিজেন হিরো আলমের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ বলছেন, হিরো আলমের দাবি যৌক্তিক। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সেসময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।
গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।
আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।
মন্তব্য