The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪

ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার কবে, যা বললেন ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল গত ২৭ জুন প্রকাশিত হয়েছে। এখন উত্তীর্ণ প্রার্থীরা সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন। তবে এখনো তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এ তথ্য জানিয়েছেন। তিনি আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ চূড়ান্ত হয়নি। হলেই আমরা জানিয়ে দেব।

ডিন আরও বলেন, এবার সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তাঁরা এ নিয়ে কাজ করছে। সবকিছু চূড়ান্ত হলে তারা আমাদের জানিয়ে দেবে। তখন আমরা সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করব।

‘খ’ ইউনিটের অধীনে এ বছর ভর্তি পরীক্ষায় ৫৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঁচ হাজার ৬২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.