The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ঢাকার তাপমাত্রা নিয়ে একত্রে কাজ করবে ঢাবি ও ডিএনসিসি

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকার তাপমাত্রা সহনশীল রাখতে যৌথভাবে বিভিধ কার্যক্রম পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার (৩ মে) আনুষ্ঠানিক ভাবে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপপ্রদাহে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা বৃদ্ধির পেছনে স্থানীয় কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য ঢাবির সঙ্গে ডিএনসিসি যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে ডিএনসিসিকে সর্বাত্মক সহযোগিতা করবে ঢাবি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন বিশ্বের অনেক দেশে তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেসব কার্যক্রম গ্রহণ করলে ঢাকা শহরের তাপমাত্রা কমানো এবং সহনশীল রাখা যাবে সেসব বিষয়ে তারা আমাদের বিভিন্নভাবে পরামর্শ ও সহায়তা দিচ্ছে। এসময় তাপদাহ নিয়ন্ত্রণে আগামী দুই বছরে ডিএনসিসি এলাকায় ২ লাখ বৃক্ষ রোপণের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল, আড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার মরিসিও রোডাস ও পরিচালক ক্যাথি বাউম্যান ম্যাকলিওড।

You might also like
Leave A Reply

Your email address will not be published.