The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

পঞ্চগড় জেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়- আটোয়ারী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক রাকিব তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী।
পারিবারিক সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন রাকিব। একসময় রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি প্রতিবেদক শিশির আসাদকে নিশ্চিত করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.