ক্যাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করলেন!

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর জনপ্রিয় অভিনেতা ক্যাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। ঘরোয়া পরিবেশেই বিয়ে হয়েছে তাদের।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।
তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা।
গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্যতা বাড়তে থাকে।
বিয়ের বিষয়টি জানিয়ে ক্যাবিলা খ্যাত পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।
পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও কাজ করছেন। কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।
চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান!

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা। ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী চঞ্চল চৌধুরীও। অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথি শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ পান বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর।
বলিউডের কিংবদন্তির সাথে নতুন কোনো সিনেমা অভিনয় করছেন কী তিনি? আসলে ঘটনা তা নয়। আপাতত চঞ্চল চৌধুরীকে বলিউডের এই তারকাদের সঙ্গে এক সিনেমায় দেখার সৌভাগ্য হয়তো হবে না এদেশের দর্শকের। তবে তাদের এক ফ্রেমে পাওয়া গেল খুব সহজেই।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী। ছিলেন সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিং, রঞ্জিত মল্লিকের মতো নামজাদা শিল্পী ও তারকারা।
অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সাথেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।
এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ আগে দূরে কোনো মাইক থেকে আওয়াজ আসত 'হৈ হৈ কান্ড, আর রৈ রৈ ব্যাপার। চলিতেছে যাত্রা যাত্রা।" সেটা খুব বেশি দিনের কথাও না। তবে কালক্রমে হারিয়ে যেতে বসেছে এই গ্রামবাংলার সকলে প্রিয় ও বিনোদনের অন্যরকম সারা জাগানো আকর্ষণ ঐতিহ্যবাহী যাত্রাপালা।
ছোট থেকে বৃদ্ধ সকলেই একসাথে যেত যাত্রা দেখতে। অন্যরকম এক মেলবন্ধন সৃষ্টি হতো সকলের মাঝে। পালায় পালায় কোনো এক ঘটনাকে কেন্দ্র করে ফুটিয়ে তুলে নানান চরিত্র। কখনো ট্রাজেডি আবার কখনো বা কমেডি সংলাপ দিয়ে মানুষের মনকে উত্তাল করে তুলতো এই যাত্রাপালায় অভিনয় করা শিল্পীরা। পুরোনো কাহিনী নির্ভর বিভিন্ন ঘটনা নিয়ে যাত্রাপালায় অভিনয় করা হয়। উল্লেখযোগ্য কিছু কাহিনীর মধ্যে রয়েছে 'লাইলি মজনু', 'কাশেম মালার প্রেম', 'রুপবান', 'শিরি-ফরহাদ', 'আপন-দুলাল' ইত্যাদি। এইসকল কাহিনী নিয়েই বেশিরভাগ যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে।
বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অনেক গ্রামেই যাত্রাপালার রীতি থাকলেও তা অনেক কমই চোখে পড়ে এখন। তবে বলছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কথা। এখানে অনেক অঞ্চলেই এখনো দেখা মেলে যাত্রাপালা অনুষ্ঠানের। বিশেষকরে শীতের সময় এর আয়োজন হয়ে থাকে। কোনো ফাঁকা মাঠে কিংবা বালুর চরের কোনো ফাঁকা জায়গায় আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী যাত্রাপালা। আর এটি দেখতে ভীড় জমায় শিশু, কিশোর, জোয়ান, বৃদ্ধ, পুরুষ-মহিলা সকলেই। ট্রাজেডি কাহিনী হলে কেউ বা কান্নায় ফেটে পড়ে। আর কমেডি হলে হাসির জোয়ার বয়ে যায় সকলের মাঝে। এখানকার মানুষের মাঝে যে পারস্পরিক সৌহার্দ্য মনোভাব, ভালোবাসা এবং সম্পর্কবোধ রয়েছে, তা বুঝা যায় একত্রিত হয়ে যাত্রাপালা দেখার মাঝে দিয়ে।
রৌমারী উপজেলার বলদমারা গ্রামের বাসিন্দা গোলজার আহমেদ বলেন, " শীতের সময়ে যাত্রাপালা আমাদের এখানে বেশি হয়। আমরা সকলেই একসাথে উপভোগ করি। তবে আগে অনেক বেশি হতো। এখন খুব কম হয় যাত্রাপালা। আশা করি আমরা আমাদের পুরাতন সংস্কৃতি ধরে রাখতে সক্ষম হবো।"
ঐতিহ্যবাহী এই যাত্রাপালা যেন চিরতরে হারিয়ে না যায় তার জন্যই এমন আয়োজন করে থাকে এখানকার মানুষ। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে রৌমারী এলাকার মানুষ।
লাভ ইউ মেসি: প্রেমে পড়েছেন পূজা চেরি!

আর্জেন্টিনা দলে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৩৫ মিনিটে অনবদ্য এক গোলে আর্জেন্টিনা ও ভক্তদে উল্লাসে ভাসান এলএমটেন। এবারের বিশ্বকাপে চার ম্যাচে এটি তার তৃতীয় গোল। শুধু গোল দিয়ে এই যাদুকরকে বিচার করলে ভুল হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজের সেরা ছন্দে আছেন মেসি। এদিনও দৌড়েছেন, খেলেছেন পুরো মাঠ জুড়ে।
আর্জেন্টিনা এবং মেসির দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরীদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা। এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এই নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।
মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন, ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।
এরপর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এই তারকা। লেখেন, ‘আরেহ আরেকটা’। সঙ্গে যোগ করেন, ‘#গোল২’। এবারের বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই প্রার্থনাই করছেন তিনি।
সিয়ামের সেই থাপ্পড়ের প্রতিশোধ নিলেন সুনেরাহ!

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের চড়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুুদিন আগে ভাইরাল হয়েছে। যদিও পরে জানা যায় ভিডিওটি ছিল একটি শুটিংয়ের অংশ।
তবে নতুন খবর হচ্ছে, সুনেরাহ সিয়ামের সেই চড়ের প্রতিশোধ নিয়েছেন! ঠিক এমনই একটি ভিডিও সিয়াম তার ফেসবুকে পোস্ট করেছেন সম্প্রতি। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘থাপ্পড়’-এর প্রতিশোধ।
ভিডিওতে দেখা গেছে সিয়ামকে সুনেরাহ একের পর এক চড় দিয়েই যাচ্ছেন। তবে বোঝা গেছে সিয়াম এই চড় বেশ উপভোগ করছেন। ভিডিওতে আরও দেখা গেছে, নির্মাতা দীপংকর দীপন সিয়ামের দুই হাত ধরে আছেন এবং সুনেরাহ চড় দিয়ে যাচ্ছেন।
থাপ্পড় এর প্রতিশোধ সুনেরাহ ও নির্মাতা দীপংকর দীপনও অনেকটা উপভোগ করছেন বলে মনে হয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে দেশের বাইরে কোথাও শুটিংয়ে আছেন তারা।
সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন।
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা যায়, রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’র ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
আগের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুডি পরা সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট দেখছেন সুনেরাহ। এ সময় হঠাৎ সিয়ামকে চুমু খান সুনেরাহ। সুনেরাহ চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সজোরে চড় মারে বসেন সিয়াম। তবে ভিডিওর শেষ দিকে শুটিংয়ের ক্যামেরা লক্ষ করা গেছে।
এ ব্যাপারে সুনেরাহ গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।
মন্তব্য